আমি এই শহরের পথে পথে হাঁটি, মানুষগুলোরে চিনি
এই শহরের প্রাণের ভেতরে ডুবে যাই প্রতিদিনই
আমি গায়ে মাখি সব ধুলিবালুকণা শহরের আলোছায়া
আমি মানুষের থেকে দু হাত বাড়িয়ে বুক ভরে নেই মায়া
এই শহরের পাখিদের চোখে স্বপ্নরা খেলা করে
এই শহরের রাত্রির গায়ে অশ্রুরা ঝরে পড়ে
এই শহরের জোছনার নদী বেদনা ও সুখে ভরা
এই শহরের স্বপ্নপাখিরা দেয় কি কখনো ধরা?
এই শহরের মানুষেরা ছোটে ভোর থেকে মাঝরাতে
দিনগুলো কারো ঘামে ভিজে থাকে, ফুল ফোটে কারো হাতে
এই শহরের রাজপথ যেন প্রতি পায়ে পায়ে কাঁদে
এই শহরের ইতিহাস যেন আমাতেই মিশে আছে
৭ ডিসেম্বর ২০১৮ / ১০ মার্চ ২০২২ (দ্বিতীয় অন্তরা)
কথা, সুর ও মিউজিক কম্পোজিশন : খলিল মাহ্মুদ
গিটার : সাইফ আল মাহমুদ পাইলট
মিউজিক কম্পোজিশন গাইড : ফারিহান আল মাহমুদ লাবিব (বেবি লাবিব)
গানের ইউটিউব লিংক : আমি এই শহরের পথে পথে হাঁটি। মিউজিক উইদাউট ড্রাম। নীচের লিংকে ড্রাম আছে। বেবি লাবিব ড্রাম রিমুভ করে দিল।
আমি এই শহরের পথে পথে হাঁটি। মিউজিক উইথ ড্রাম।
মিউজিক উইদাউট ড্রাম/বিট
ড্রাম/বিটসহ মিউজিক
অতীতে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয়েছে, ফোকাস্ড গানটাকে এড়িয়ে গিয়ে পুরোনো গানটা শুনেছেন অনেকে। ফলে, বুঝতে পারেন নি আমি কী শোনাতে বা দেখাতে চেয়েছি। এজন্য ফোকাস্ড গানটা দিলাম উপরে এবং ২য় ফোকাস্ড গান তার নীচে।
এর আগে, একবার খালি গলায় এবং তারপর গিটারের মিউজিকসহ এ গানটা শেয়ার করা হয়েছিল। এবার গিটারের সাথে আরো কিছু মিউজিক যোগ করা হলো। মিউজিকের সাথে প্রথমে ড্রাম বা বিট যোগ করেছিলাম। ছোটো ছেলে এসে ড্রাম বাদ দিয়ে দিল। ফলে, দুটো ভার্সন হলো এ অডিও'র।
এ গানটার ব্যাকগ্রাউন্ড শুনুন এবার।
কুর্মিটোলা হাসপাতালে গেছি, তখন দুপুর হবে হবে। একটা ওষুধের দোকানে যাব। রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়েছি, ডানে তাকিয়ে। ফ্লাই ওভারটি দক্ষিণে নেমে গেছে যেখানে, রোদে ধু-ধু করছে যানবাহন ছড়ানো সেই রাজপথ। হঠাৎই এই লাইনটা মনে এলো - এই শহরের পথে পথে হাঁটি, শুধু তাই না, সাথে সুরটাও, তখনই গুন গুন করে গানটা গেয়ে উঠি। ঐদিন বিকালে প্রথম অন্তরা লিখি এবং সুর করি। ২০১৮'র সেপ্টেম্বরে লেখা ও সুর করা এক অন্তরার সেই গান এটি। এক অন্তরার গানটি শুরু থেকেই অসম্পূর্ণ মনে হচ্ছিল। গান সচরাচর মিনিমাম দুই অন্তরারই হয়ে থাকে বলে এই অতৃপ্তি ছিল এত বেশি।
এরপর ৩ বছরেরও বেশি সময় চলে গেছে, দ্বিতীয় অন্তরা আর লেখা হয় নি। ১০ মার্চ ২০২২-এ সকল আলসেমি ঝেড়ে ফেলে দ্বিতীয় অন্তরাও লিখে ফেললাম।
গানের ইউটিউব লিংক : এখানে ক্লিক করুন > আমি এই শহরের পথে পথে হাঁটি
কথা ও সুর : খলিল মাহ্মুদ
গিটার : সাইফ আল মাহমুদ পাইলট
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০২২ রাত ১১:১৩