তুমি চলে যেতে যেতে হাত নেড়ে নেড়ে ইশারায় বলছিলে
আমি অযথাই মুগ্ধ দু চোখে তোমাকেই দেখছিলাম
তুমি চলে যাবে তবে কেন অকারণে মিছেমিছি এসেছিলে
আজও এই হাতে মেহেদির রং উজ্জ্বল ফুটে আছে
সেই সুখস্মৃতি বেদনা জাগায় ঘুমহীন চাঁদরাতে
তুমি চলে গেছ সেই পুরোনো দিনের পুরোনো সে চেনা পথে
সে আলোয় থেকে ফিরবে না জানি, ফিরবে না কোনোদিনই
তুমি চলে যাবে তবে কেন অকারণে মিছেমিছি এসেছিলে
আজও নিজ্ঝুম বৃষ্টির রাতে কবিতার ফুল ফোটে
নিভৃতে আজও তোমাকেই আঁকি প্রিয় প্রচ্ছদপটে
তুমি ঘুম ভেঙে গেলে ভোরের আলোতে মিশে যাও হেসে হেসে
পথে যেতে যেতে রেখে যাও তুমি কাঁকনের রিনিঝিনি
তুমি চলে যাবে তবে কেন অকারণে মিছেমিছি এসেছিলে
১২ ডিসেম্বর ২০১৪ / ১১ মার্চ ২০২২ (দ্বিতীয় অন্তরা)
কথা, সুর ও মিউজিক কম্পোজিশন : খলিল মাহ্মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব
সবাই ভালো থাকিয়েন, সুখে থাকিয়েন আর শুভেচ্ছা নিয়েন।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০২২ রাত ১০:৫১