যত চাই ভুলে যেতে
কেন যে পারি না আজো ভুলতে তোমায়
কেন প্রেম দিয়েছিলে
সেই প্রেম কেন তবে আমাকে কাঁদায়
জানালায় চেয়ে থাকি, ধুধু করে চোখ
তোমার বাঁশির সুরে ভেসে আসে সুর
সুর যেন ভিজে আছে শুধু বেদনায়
তোমার কথাই কেন মনে পড়ে হায়
যত চাই ভুলে যেতে
কেন যে পারি না আজো ভুলতে তোমায়
কেন প্রেম দিয়েছিলে
সেই প্রেম কেন তবে আমাকে কাঁদায়
দেয়ালে ঝোলানো ছিল চিঠিগুলো সব
পুড়িয়ে ফেলেছি যেন না থাকে স্মৃতি
তবুও চিঠির ঘ্রাণে ভরে আছে ঘর
দহনে প্রতিটা ক্ষণই জ্বলে অন্তর
যত চাই ভুলে যেতে
কেন যে পারি না আজো ভুলতে তোমায়
কেন প্রেম দিয়েছিলে
সেই প্রেম কেন তবে আমাকে কাঁদায়
০৪ ফেব্রুয়ারি ২০২২
কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্মুদ
মিউজিক কম্পোজিশন ইন্সট্রাক্টর : বেবি লাবিব
যত চাই ভুলে যেতে। ফটোমিক্স-১
যত চাই ভুলে যেতে। ফটোমিক্স-২
এটা নতুন করে রেকর্ড করা ও মিউজিক যোগ করা।
আগের রেকর্ড ও পুরোনো পোস্ট : যত চাই ভুলে যেতে
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০২২ রাত ১২:৩১