যখন মন ভালো থাকে, কিংবা মনে সঞ্চারিত হয় রোমান্টিসিজম, ভালো লাগার নানান অনুষঙ্গ তখন চারদিকে ছোটাছুটি করে, মেঘ ডাকে, গাছের ডগায় ফুলের কুঁড়ি উঁকি দিয়ে আকাশ দেখে। যে মেয়েটির কথা বলছি, তার মন আজ চঞ্চলতায় ভরপুর। আকাশে তাকায়, মেঘ উড়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে, মেঘ নিজেও জানে না, যেমন করে মেয়েটির মনও যেন কোন অদৃশ্যমান ভুবনে ডুবে যাচ্ছে, যা সে জানে না। সে শুধু জানে, তার খুব ভালো লাগছে। কিন্তু কেন এত ভালো লাগছে, তার কোনো কারণ সে খুঁজে পাচ্ছে না। এ রকম একটা দৃশ্যকল্প নিয়ে এ গানটি।
এই দিশেহারা মেঘ কোথায় চলেছে
জানে না সে জানে না
আকাশের গায়ে রঙধনু এঁকে
হারায় সে ঠিকানা
না না না না না হা হা হা হো হো হো হো হো হো হো
ওই
ঝাঁকে ঝাঁকে দেখো বলাকা মেয়েরা
দিগন্তে করে খেলা
বাতাসে বাতাসে গুন গুন সুরে
কত কথা হয় বলা
আমার উঠোনে সুরভি ছড়ালো
সাঁঝের হাসনাহেনা
এই
মেঘ বলাকার ইচ্ছেরা আজ
ছুঁয়ে দিল অনুরাগে
জানি না আমার কী হলো আজ
কেন এত ভালো লাগে
আমার এ মন কোথা পেলো আজ
মেঘ বলাকার পাখা
১৭ সেপ্টেম্বর ২০১৭
কথা ও সুর : খলিল মাহ্মুদ
গিটার : সাইফ আল মাহমুদ পাইলট
ইউটিউব লিংক : এই দিশেহারা মেঘ কোথায় চলেছে
এ গানটার আদি ভার্সন, অর্থাৎ যখন সুরটা প্রথম সৃষ্টি করা হয়, সেই ভার্সন এটি - এই দিশেহারা মেঘ কোথায় চলেছে - প্রথম ভার্সন। এর পরের ভার্সনটা আরেকটু ইম্প্রুভ করে, যেটি পাওয়া যাবে এখানে - এই দিশেহারা মেঘ কোথায় চলেছে - দ্বিতীয় ভার্সন। দ্বিতীয় অডিও ভার্সনের একটা লিরিক্যাল ভিডিও করা হয়েছে - এই দিশেহারা মেঘ কোথায় চলেছে - লিরিক্যাল ভিডিও।
১. ২৭ শে মার্চ, ২০২২ রাত ১০:০৭ ০
এখন রাতে বৃষ্টি হয়ে গেলো একপসলা ঢাকার বাড্ডাতে।
জানালা খুলে দিয়েছি, ঘরটি ঠান্ডা হয়ে আছে।