এখানে দুটো গান। প্রথমে করা গানটা রোমান্টিক মিলনাত্মক ছিল। কিন্তু সুরটা হিয়ে গেছে খুব বিষণ্ণ। আমি মুগ্ধ হয়েছি এ কারণে যে, আমার কয়েকজন বন্ধুর এ গানটা খুব ভালো লেগেছে। কিন্তু, আমার মনের খুঁতখুঁত যাচ্ছিল না কিছুতেই। বিষণ্ণ সুরের সাথে মিল রেখে লিরিকে কিছু পরিবর্তন আনা হলো। পরিবর্তনটা খুবই সামান্য। পরের গানটাকে প্রথম গানটার ক্লোন বলা যেতে পারে।
মনে পড়ে
কথা ও সুর : খলিল মাহ্মুদ
গিটার : সাইফ আল মাহমুদ পাইলট
যখন বৃষ্টি নামে নিঝুম দুপুরে
জানালার গ্রিল ধরে আকাশ দেখি
তুমি এসে আমাকে ছুঁয়ে
আলগোছে দাঁড়াতে পাশে
মনে পড়ে
মনে পড়ে
মনে পড়ে
ফসলের ক্ষেতগুলো চলে গেছে বহুদূর
চলে গেছে বহুদূর
আলপথ ধরে আমি হেঁটে গিয়েছি
তুমি এসে পায়ে পায়ে
হেঁটেছো আমার আঙুল ছুঁয়ে
মনে পড়ে
মনে পড়ে
মনে পড়ে
পদ্মার বালুচরে খেলা করে গাঙচিল
খেলা করে গাঙচিল
অতীতের স্মৃতিগুলো হাত নাড়ে
তুমিও ছিলে সেখানে
জীবনের স্বাদ খুঁজে নিতে
মনে পড়ে
মনে পড়ে
মনে পড়ে
১৮ ফেব্রুয়ারি ২০২২
গানের ইউটিউব লিংক : এখানে ক্লিক করুন - মনে পড়ে, যখন বৃষ্টি নামে দুপুরে
ভালো লাগে : এটাই প্রথমে সুর করা ও গাওয়া হয়েছিল
কথা ও সুর : খলিল মাহমুদ
ভালো লাগে -
যখন বৃষ্টি নামে নিঝুম দুপুরে
জানালার গ্রিল ধরে আকাশ দেখি
তুমি এসে আমাকে ছুঁয়ে
আলগোছে দাঁড়াবে পাশে
ভালো লাগে
ভালো লাগে
ভালো লাগে
ফসলের ক্ষেতগুলো চলে গেছে বহুদূর
চলে গেছে বহুদূর
আলপথ ধরে আমি হেঁটে চলি
তুমি এসে পায়ে পায়ে
হাঁটবে আমার আঙুল ধরে
ভালো লাগে
ভালো লাগে
ভালো লাগে
পদ্মার বালুচরে খেলা করে গাঙচিল
খেলা করে গাঙচিল
অতীতের স্মৃতিগুলো হাত নাড়ে
তুমিও আমার সাথে
জীবনের সন্ধানে যাবে
ভালো লাগে
ভালো লাগে
ভালো লাগে
১৮ ফেব্রুয়ারি ২০২২
গানের ইউটিউব লিংক
ফটোমিক্স ভার্সন-১ : লিংক - ভালো লাগে - যখন বৃষ্টি নামে নিঝুম দুপুরে
ফটোমিক্স ভার্সন-২ : লিংক - ভালো লাগে - যখন বৃষ্টি নামে নিঝুম দুপুরে
উৎসর্গ
কয়েকজন ব্লগার প্রচুর গান শোনেন, গানের উপর তাদের জ্ঞানও অগাধ। আমি গান লিখি, সুর করি, প্রচুর শুনিও, কিন্তু তাদের মতো অত জ্ঞান নেই, অকপটে স্বীকার করে নিলাম।
ব্লগার আখেনাটেন
ব্লগার ঠাকুর মাহমুদ
ব্লগার পদ্মপুকুর (অনেকদিন ধরে তিনি ব্লগে নেই)
ব্লগার পঁচাত্তর
ব্লগার মরুভূমির জলদস্যু
ব্লগার জুল ভার্ন
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:০০