আমার বেশিরভাগ গানই বিরহ ও বেদনার, প্রেমিক বা প্রেমিকাকে হারানোর যন্ত্রণা। তবে, কয়েকটা রোমান্টিক গানও আছে। প্রথম দুটো গান সেরকম, যদিও শেষের গানটায় কিছু গোপন বেদনা লুকানো আছে।
তোমার বাড়ি যাব সখী
ব্লগার শায়মা, সবাক, ইমন রাগ এবং আরো অনেকের সাথে পাল্লাপাল্লি করে ছড়া লিখেছিলাম ব্লগে, যা এখানে পোস্ট করা হয়েছিল।। শায়মা আপুর কোনো এক ছড়ার পিঠে আমার একটা ছড়া ছিল, যেটা 'দরদিয়া' নামে একক ছড়া হিসাবে দাঁড়িয়েছিল। ২০২০ সালে করা একটা সুরের সাথে দেখি ওটার তাল/লয় মিলে যায়। একটু পরিমার্জন করে ওটাকে গান বানিয়ে ফেললাম।
এ শুধু সুরের খেলা, গায়কী না।
কথা ও সুর : খলিল মাহ্মুদ
লিরিক রচনা : ২৭ এপ্রিল ২০১০
সুর সৃষ্টি : ২৪ জুলাই ২০২০
গানের ইউটিউব লিংক : তোমার বাড়ি যাব
লিরিক
তোমার বাড়ি যাব সখী
ভাটির অঞ্চলে
আমার নাম কি মনে আছে
নাকি গেছো ভুলে গো
কবে তোমায় দেখেছিলাম
মুখ যে গেছি ভুলে
বুকের ভেতর নামটি তবু
রেখেছিলাম তুলে গো
তোমার বাড়ি যাব সখী
ভাটির অঞ্চলে
এবার যখন দেখা হবে
তোমার ছোট্ট গাঁয়ে
সবুজ শাড়ি পরো তুমি
আলতা দিও পায়ে গো
তোমার বাড়ি যাব সখী
ভাটির অঞ্চলে
বকুল ফুলের মালা পরো
কলমি ফুলের দুল
মুঠো ভরে আমার জন্য
আনবে হিজল ফুল গো
তোমার বাড়ি যাব সখী
ভাটির অঞ্চলে
দিঘির পাড়ে এসো সখি
ইচ্ছে যদি জাগে
সেই কথাটি বলবো তোমায়
যা বলি নি আগে
তোমার বাড়ি যাব সখী
ভাটির অঞ্চলে
আমার নাম কি মনে আছে
নাকি গেছো ভুলে গো
২৭ এপ্রিল ২০১০
সুর : ২৪ জুলাই ২০২০
তুমি আসবে কি আজ?
কথা ও সুর : খলিল মাহ্মুদ
গানের ইউটিউব লিংক : তুমি কি আসবে আজ?
লিরিক
তুমি আসবে
তুমি আসবে কি আজ
তুমি আসবে কি আজ
আসবে কি আজ আমার আঙিনায়
তুমি আসবে কি আজ
আসবে কি আজ আমার আঙিনায়
তুমি আসবে বলে
ফুল ফুটিল
বাগানেরও পাখিরা
গান ধরিল
গান ধরিল
তুমি আসবে তুমি আসবে কি আজ
তুমি আসবে কি আজ
আসবে কি আজ আমার আঙিনায়
তুমি আসবে বলে
কত কলরব
চারিদিকে যেন আজ
সাজ সাজ রব
সাজ সাজ রব
তুমি আসবে তুমি আসবে বলে
হাওয়ায় হাওয়ায় আনন্দেরই
ঢেউ খেলে যায়
তুমি আসবে কি আজ
আসবে কি আজ আমার আঙিনায়
২৮ জানুয়ারি ২০২২
ঘরে আমার মন বসে না
কথা ও সুর : খলিল মাহ্মুদ
গানের ইউটিউব লিংক : ঘরে আমার মন বসে না
লিরিক
ঘরে আমার মন বসে না
মন যে কোথায় চলে যায়
পাগল আমার মনটারে
বেঁধে রাখা হলো দায়
ওরে আমার মনরে
তোরে নিয়া এখন আমি
করি কী উপায়
এই যে পাখি উড়ে উড়ে বনে বনে যায়
নদীর পানি ছুটে চলে সাগর মোহনায়
বাতাস যেমন বয়ে চলে আপন মহিমায়
মন যে আমার মেঘের মতোন
আসমানেতে ভেসে যায়
পাগল আমার মনটারে
বেঁধে রাখা হলো দায়
ওরে আমার মনরে
তোরে নিয়া এখন আমি
করি কী উপায়
আমার জন্য কারো কোনো দয়ামায়া নাই
কারো জন্য আমার কোনো পিছুটানও নাই
মস্ত একটা বাড়ি আছে বাড়ির মানুষ নাই
ঘরের দুঃখ ঘরে থুইয়া
মন যে বাহির হইয়া যায়
পাগল আমার মনটারে
বেঁধে রাখা হলো দায়
ওরে আমার মনরে
তোরে নিয়া এখন আমি
করি কী উপায়
০১ ফেব্রুয়ারি ২০২২
উৎসর্গ : মিরোরডডল, যিনি বহুদিন ধরে ব্লগে অনুপস্থিত। আশা করি তিনি সুস্থ আছেন এবং দ্রুতই ব্লগে ফিরবেন।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:১৭