আপনি যখন একসাথে অনেকগুলো ছবি পোস্ট করবেন, তখন শুরুতেই ছবি অ্যাড না করে কিছু টেক্সট লিখে নিবেন। এতে হবে কী, টেক্সট অংশটুকু শুধু প্রথম পাতায় দেখা যাবে, ছবি দেখা যাবে পুরো পোস্টটি ওপেন করার পর, আর তাতে হবে কী, আপনার পোস্টের ছবিগুলো প্রথম পাতা খেয়ে ফেলবে না।
একসাথে অনেকগুলো ছবি দিলাম। মজা করে দেখুন। বেশি কিছু জানতে চাই না, শুধু এটুকুই কমেন্টের ঘরে লিখবেন, কোন জায়গায় যাইয়া হাঁপাইয়া উঠছিলেন, আর পড়তে পেরেছেন কতগুলো।
যারা সবগুলো পড়লেন, তাদের জন্য অভিনন্দন।
উৎসর্গ : আমার গুরু
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:০২