তুই যখন চলে গেলি
গোধূলি তখন করুণ ধূপের মতো গলে যাচ্ছিল সন্ধ্যায়
যেতে যেতে তুই কাঁদছিলি
আমারও বুক ভাঙছিল পথের দুপাশে ভাষাহীন গাছেদের কান্নায়
আমাদের গ্রামগুলি আমাদের ভালোবেসেছিল
গাছের শেকড়কে যেমন ধরে রাখে মাটি
তারাও অঝোর ধারায় কাঁদলো
অবোধ পাখিরা যন্ত্রণায় ডানা ঝাপটালো
তুই যখন চলে গেলি
বিষণ্ণ বিকেলগুলো তোকে খুঁজে খুঁজে
এখনো দিশা হারায়
ঘাসের জমিনে আমাদের নাম আঁকা ছিল পাশাপাশি
তাই দেখে কপোত কপোতীরা শিখেছিল ভালোবাসাবাসি
তুই চলে গেলি। হায়, নামগুলো চিরতরে মুছে গেল
পৃথিবীর নিঠুর ধুলায়।
আমার চোখ ফেটে রক্ত আসে। বুক জ্বলে ছাই হয় আগুন বেদনায়।
১৮ ডিসেম্বর ২০২১
এটা কবিতা হিসাবেই লিখেছিলাম। এখনো কবিতা হিসাবেই গণ্য করছি। লেখার পর ইচ্ছে হলো, একটু সুর দিই। প্রথম অংশটাকে খুব সহজেই সুরে ফেলতে পারলাম, কিন্তু এর পরের অংশ খুব টাফ হয়ে গেল। সময়ের অভাবে আর চেষ্টাও করি নি। যদি পুরোটা সুর দিতে পারি, তাহলে তো গান হলোই, নইলে কবিতা হিসাবেই এটাকে গণ্য করবি।
গানের লিংক : তুই যখন চলে গেলি
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪৯