আমাদের বন্ধুদের একটা ভাইবার গ্রুপ আছে। সেখানে এক বন্ধু বলা নাই কওয়া নাই, হুট করে উপরের ধাঁধাটা পোস্ট করে বসলেন। খুব অল্প সময়ের মধ্যেই এক বন্ধু উত্তর দিলেন : '০'। আমিও ধাঁধাটা করে ফেলেছি, এবং দেখলাম উত্তর সঠিক হয়েছে।
কিন্তু ধাঁধা-দাতা বন্ধুটি বললেন, উত্তর হয় নাই। তাকে চ্যালেঞ্জ করার পর তিনি অংকটার সমাধান নীচের মতো করলেন।
10 – 10 x 10 + 10
= 0 x 10 + 10
= 0 + 10
= 10
আমরা তেড়ে উঠলাম, হয় নাই হয় নাই। অংকের এই নিয়ম কে বানাইছে, তুই? ইত্যাদি
তিনি একটু ভড়কে গিয়ে বললেন, হ্যাঁ, উপরে করেছি বাম দিক থেকে। বাম দিক থেকে করলে রেজাল্ট ১০ হয়। ডান দিক থেকে করলে রেজাল্ট হয় ১৯০। তিনি সমাধান দেখালেন নীচের নিয়মে :
10 -10 x 10 +10
= 10 – 10 x 20
= 10 – 200
= 190
তার সমাধান দেখে তো চক্ষু ক্রমাগত চড়কগাছ হতে থাকলো। আবারও তার উপর চড়াও হলে তিনি করলেন তৃতীয় আরেকটা নিয়মে যা নীচে দেখছেন :
10 – 10 x 10 + 10
= 10 – 100 + 10
= 10 – 110
= 100
এখন কথা হলো, প্রথম বন্ধুর উত্তর যে '০' হয়েছিল, যার সাথে আমার উত্তরও মিলে গিয়েছিল, সেটা তাহলে কীভাবে হলো? এখানে একটা রহস্য আছে। শেষের + চিহ্নটাকে ঐ বন্ধু এবং আমি দুজনেই + না দেখে ভাগ চিহ্ন দেখেছিলাম। ফলে, অংকটা নীচের চিত্রের মতো দেখছিলাম।
যদ্দূর মনে পড়ে, BADMAS এর নিয়মগুলো ছোটো ছেলেকে ক্লাস থ্রি বা ফোর থেকেই শিখিয়ে আসছি।
এখন আপনারা উপরের দুটো অংকই দেখুন। এ দুটোর সঠিক সমাধান বের করে দেখান। এ সমাধান বের করতে আপনারা কতখানি ঘাম ঝরালেন তা আমাকে মেইল করে জানাতে পারেন। ই-মেইল অ্যাড্রেস প্রোফাইলে দেয়া আছে।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:১৮