'আপনি কালার দেখেই যেমন বলে দিতে পারেন, কোনটা লাল, কোনটা সবুজ বা হলুদ, আমি একটা গান শুনেই বুঝে ফেলতে পারি কোন অংশটা এ, কোনটা বি বা সি (সারেগামা)'। একটা সফটওয়্যারে কীভাবে মিউজিক কম্পোজ করতে হয়, সে সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা দিতে যেয়ে ছোটো ছেলে বেবি লাবিব আমাকে এই কথাটা বললো। ওর কথা শুনে আমার বিস্ময়ের অন্ত নেই। বাঁশি বাজানো শেখার জন্য স্কুল-কলেজ লাইফে আমি দীর্ঘ সাধনা করে ব্যর্থ হয়েছিলাম। সেই ছেলে একদিন হঠাৎ বললো, আমাকে বাঁশি কিনে দিন। বাঁশি কিনে দেয়ার পরের দিন বিকালে শুনি, সে সুন্দর একটা গান বাঁশিতে বাজাচ্ছে। সেদিনও আমার বিস্ময় ও মুগ্ধতার অন্ত ছিল নাসবার।
আজ আপনাদের সাথে শেয়ার করছি বেবি লাবিবের আজকে রিলিজ করা ৩ নাম্বার মৌলিক গান, যেটি তার নিজের কম্পোজ করা (সুর করা); গিটার বাজানো ও সফটওয়্যার মিউজিক কম্পোজও বেবি লাবিবের নিজের করা। গানটা লিখেছেন অন্য একজন, যার নাম Maisha Samiha Audri, সম্ভবত তারা একই লেভেলের স্টুডেন্ট (স্ট্যান্ডার্ড-৮)। সন্ধ্যায় জগিং শেষ করে যখন বাসায় ফিরি, দেখি সে ডাইনিং হলের বড়ো টিভিটায় ওর এই গানটা বাজাচ্ছে, আর সোফার হাতলে বসে পা নাচাচ্ছে। আমি পুলকিত হয়ে উঠি, কারণ, আমি জানি এটা ওর নতুন গান, যার উপর গত কয়েকদিন ধরে সে কাজ করছিল, মাঝে মাঝে আমাকে ডামি/ডেমো শোনাচ্ছিল। এরপর ইউটিউব থেকে আমার পিসি ও স্পিকারে জোর ভলিয়্যুমে গানটা বাজাই। আমি কেবলই মুগ্ধ হতে থাকি, যে মুগ্ধতার শেষ নাই। ওর গলার কারুকাজ, দরাজ কণ্ঠ, মিউজিক কম্পোজিশন - সব মিলিয়ে আমার কাছে আউটস্ট্যান্ডিং একটা কাজ মনে হয়েছে। গানের শেষের অংশ (Outro বা ২য় সঞ্চারীও বলতে পারেন) তো অসাধারণ, গানের সবটুকু মাধুর্য ওখানে গিয়ে চরম উচ্চতায় পৌঁছেছে।
বেবি লাবিবকে নিয়ে সত্যিই আমি অনেক অনেক গর্বিত। সংসারের ছোটো ছেলে হিসাবে ছোটোবেলা থেকেই সে আমাদেরকে প্রচুর আনন্দের মধ্যে রেখেছে। ছোটোবেলা থেকেই তার বহুমুখী প্রতিভায় আমরা মুগ্ধ হয়েছি। এখনো হচ্ছি। ওর আজকের গানটা থেকে আমি বুঝতে পারছি, ও একজন সেরা মানের মিউজিশিয়ান হতে যাচ্ছে। সবার কাছে দোয়া চাচ্ছি।
এবার আপনারা গানটা সরাসরি ইউটিউবে শুনতে চাইলে পাশের লিংকে ক্লিক করুন - বেবি লাবিবের গান - Gloom
অথবা, ব্লগে বসেই শুনুন নীচের বক্সে ক্লিক করে।
***
বেবি লাবিবের ২য় গানটি শোনার জন্য প্লিজ এখানে ক্লিক করুন - Butterfly - Written, composed and performed by Baby Labib
অথবা, নীচের ভিডিওটি এখানেই প্লে করুন।
লিরিক
I first saw her in the middle of the streets
She looked prettier than anybody else i know
She looked just like an angel
She looks just like an angel
She came upto me and it felt like a dream
We talked about shit, how life was the worst
I think i like her ( but not just like )
I think i like, like her mMMmM
I get butterflies
Butterflies is my body
I think she likes me back
When she stares at me with those
lovely eyes of her
বেবি লাবিবের লেখা ও সুর করা প্রথম গান - হঠাৎ যেন
বেবি লাবিবের কভার করা গানসহ সবগুলো গান এই লিংকে ক্লিক করে পাওয়া যাবে
ইউটিউবে বেবি লাবিবকে পাওয়া যাবে এই লিংকে ক্লিক করে
বেবি লাবিবের আগের গানদুটোর উপর পোস্টটি পড়তে চাইলে পাশের লিংকে ক্লিক করুন - আগের পোস্ট
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০২১ রাত ৯:৪৩