এর আগে এই পোস্টে আপনাদেরকে একটা ছবির ধাঁধা দেয়া হয়েছিল। আজ আবার আপনাদের জন্য আরেকটা ছবির ধাঁধা নিয়ে এলাম। এই ধাঁধাটা আগেরটার চাইতে একটু সহজ বৈকি। আগের ধাঁধাটা একটু কঠিন ছিল বলে অনেকেই সঠিক উত্তর দিতে পারেন নাই; তাই এবার প্রশ্নপত্র সহজ করা হয়েছে কিছুটা। তবে, নতুন ধাঁধা দেয়ার আগে পুরোনো ধাঁধার উত্তরটা জেনে নিন। তার আগে দেখে নিন, ধাঁধাটা কী ছিল?
এ বিখ্যাত নায়িকার নাম কী? নিম্নে কতিপয় ক্লু দেয়া গেল :
১। তার নামের বানানে ৩টা অক্ষর আছে
২। প্রথম ও শেষ অক্ষরটি যথাক্রমে ব ও ত
৩। মাঝখানে রয়েছে প বর্গের ৩য় বর্ণটি, অর্থাৎ ব
৪। মাঝখানের বর্ণের সাথে একটা ই-কার আছে, আর শেষের বর্ণের সাথে আছে একটা আ-কার
৫। তার নামটি উল্টাইয়া লিখলে হয় তাবিব
তারা তিন বোন। প্রথম বোনের নাম সুচন্দা, আর ছোটোবোনের নাম চম্পা। এ বিখ্যাত নায়িকার একটা বিখ্যাত ছবির নাম 'আলোর মিছিল'। আরেকটা বিখ্যাত ছবির নাম 'সুন্দরী'। তার অন্যান্য বিখ্যাত ছবির মধ্যে রয়েছে কসাই, আনার কলি, জীবন তৃষ্ণা, জন্ম থেকে জ্বলছি, কথা দিলাম, নয়ন মনি।
নাহ, আর বেশি ক্লু দেয়া যাবে না, দিলে সহজ হইয়া যাইব। তবু যদি কেউ মনে করেন যে, মাথা চুলকাইতেছে, আমারে অসঙ্কোচে বলবেন, আমি আরো কিছু ক্লু দিব।
ধাঁধার উত্তর : নিম্নের ছবিগুলো দ্রষ্টব্য
এ বিখ্যাত কালজয়ী নায়িকার ব্যাপারে বিস্তারিত জানতে উইকিপিডিয়া ক্লিক করুন। উইকিপিডিয়া এভাবে শুরু করেছে :
ফরিদা আক্তার পপি (ববিতা নামে পরিচিত; জন্ম: ৩০ জুলাই, ১৯৫৩) বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেত্রী এবং প্রযোজক। তিনি বাংলাদেশের চলচ্চিত্রের ৭০-র দশকের সেরা অভিনেত্রী ছিলেন। তিনি ১৯৭৩ সালে ২৩তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে গোল্ডেন বীয়ার জয়ী সত্যজিৎ রায়ের অশনি সংকেত চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে প্রশংসিত হন। ববিতা ৩৫০ এর বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি ১৯৭৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর টানা তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জেতেন। এছাড়া ১৯৭৬, ১৯৭৭, ১৯৮৫ সালে আরেকবার শ্রেষ্ঠ অভিনেত্রী, ১৯৯৬ সালে শ্রেষ্ঠ প্রযোজক, ২০০২ ও ২০১১ সালে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী। এছাড়া ২০১৬ সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।----- বাকিটা উইকিপিডিয়া থেকেই পড়ে নিতে পারেন। তার ব্যাপারে আমরা কমবেশি সবাই কিছু না কিছু জানি।
তাকে ১৯৯০ সালে সামনাসামনি একঝলক দেখেছিলাম সেনাকুঞ্জের একটা অনুষ্ঠানে। তিনি গর্জিয়াস, স্মার্ট এবং সুদর্শনা। তার ইংলিশ অ্যাকসেন্ট ভালো এবং ফ্লুয়েন্ট।
এবারের ধাঁধা
নীচের ছবিটা কার, মানে এই ছবিতে কাকে দেখা যাচ্ছে?
সঠিক উত্তরদাতাকে ১০০ টাকার ফ্লেক্সিলোড দেয়া হবে (শর্ত প্রযোজ্য*)। একাধিক বিজয়ীর ক্ষেত্রে লটারি করে একজনকে পুরস্কার দেয়া হবে।
এ ছবিটির সূত্র : হিন্দি ছায়াছবি 'দেবদাস'-এ সূচিত্রা সেন যখন কলশী কাঁখে পানি আনতে যেয়ে বান্ধবীর সাথে পুকুর ঘাটে দিলীপ কুমারের ব্যাপারে খোশগল্প করছিল, ঐ দৃশ্যের স্ন্যাপশট এটা। এ স্ন্যাপশট আমার করা (সোনাবীজের নিজ হাতে করা)।
অন্যান্য ছবির সূত্র : ইন্টারনেটের বিভিন্ন সাইট ও ফেইসবুকের বিভিন্ন শেয়ারিং থেকে ডাউনলোড করে আমার সংগ্রহে রাখা ছিল। ওগুলো নির্দিষ্ট লিংক সংরক্ষণে নেই।
*পুরস্কারের শর্তাবলি : প্রতি মাসের ১ তারিখে ১৫% ভ্যাট কর্তন পূর্বক ৫ টাকা করে বিজয়ীর মোবাইল নাম্বারে ফ্লেক্সি পাঠানো হবে।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০২১ রাত ১১:০৯