সামহোয়্যারইন ব্লগের একজন জনপ্রিয় ব্লগারের ব্লগ পরিসংখ্যান এটা। দেখতে পাচ্ছেন যে, ১১ বছর ৩ মাস ব্লগিং করে উক্ত ব্লগার ৬০৩১১৩টি মন্তব্য করেছেন এবং পেয়েছেন ৫৮৩০৩টি মন্তব্য। কিন্তু, এই সংখ্যা দুটির মধ্যে বিরাট একটা রহস্য বা ফাঁকি বা বলতে পারেন ঘাপলা আছে কী সেই ফাঁকি বা ঘাপলা?
এই যে তিনি ৬০৩১৩টি মন্তব্য করেছেন, এর মধ্যে অপরাপর ব্লগারের পোস্টে করা মন্তব্য যেমন আছে, তেমনি নিজের পোস্টে অন্য ব্লগারের কমেন্টের যে উত্তর দিয়েছেন, সেটাও আছে। অর্থাৎ,
মন্তব্যে করেছি = অন্য ব্লগারের পোস্টে নিজের করা মন্তব্য + নিজের পোস্টে করা অন্য ব্লগারের কমেন্টের উত্তর + নিজের পোস্টে নিজের মন্তব্য
আবার, পেয়েছেন ৫৮৩০৩টি মন্তব্য : এর মধ্যে আছে নিজের পোস্টে অন্য ব্লগারদের মন্তব্য + নিজের পোস্টে অন্য ব্লগারদের কমেন্টের উত্তর।
এবার বুঝতে পারছেন তো, রহস্য বা গোঁজামিল কোথায়? এখনো না ধরতে পারলে ভাবতে থাকুন
আচ্ছা, ক্লু দিচ্ছি আবারও। মন্তব্য করেছি: ৬০৩১৩টি। অন্য ব্লগারের পোস্টে তিনি ৬০৩১৩টি কমেন্ট করেন নি, আরো কম সংখ্যক কমেন্ট করেছেন। আবার, মন্তব্য পেয়েছি: ৫৮৩০৩টি। নিজের ব্লগে অন্য ব্লগারদের কাছ থেকে তিনি ৫৮৩০৩টি কমেন্ট পান নি, পেয়েছেন আরো কম।
উপরের বর্ণনার আলোকে নীচের ধাঁধাগুলোর জবাব দিন :
১। উপরের ব্লগ পরিসংখ্যানটি কোন ব্লগারের?
২। তিনি প্রকৃতপক্ষে অন্য ব্লগারদের পোস্টে/ব্লগে কতটি মন্তব্য করেছেন?
৩। নিজের পোস্টেই বা অন্য ব্লগারদের কাছ থেকে কতটি মন্তব্য পেয়েছেন?
২ ও ৩ নম্বর ধাঁধার উত্তরে ব্যাখ্যা করে বুঝিয়ে বলুন। এ সংখ্যা দুটো একেবারে সঠিক নাও হতে পারে, কারণ, অনেক ব্লগারই নিজের পোস্টে সব কমেন্টের উত্তর দেন না। কতগুলো কমেন্টের উত্তর দেন নি, সেই হিসাব জানা না থাকলে সঠিক সংখ্যাটা বের করা যাবে না। তবে, একটা ধারণা পাওয়া সম্ভব হবে।
পুরস্কার
সবগুলো প্রশ্নের সঠিক উত্তরদাতাকে ১০০ টাকার ফ্লেক্সিলোড দেয়া হবে (*শর্ত প্রযোজ্য)। একাধিক বিজয়ী হলে লটারি করে ১জনকে বিজয়ী ঘোষণা করা হবে।
*প্রতি মাসের ১ তারিখে ভ্যাট কর্তন পূর্বক ৫টাকা করে বিজয়ীর সেল নাম্বারে ফ্লেক্সি পাঠিয়ে দেয়া হবে।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০২৩ রাত ১০:৫২