১
আমার ছিল একটি রাধা
নাম ছিল তার নদী
কাজ ছিল তার নিরবধি
সারেগামা সাধা
তার ছিল না প্রেমের মোহ
ছিল ভাতের খিদে
তার ছিল খুব সাদাসিধে
ফুলের সমারোহ
২
মাথায় আমার টাক পড়েছে
তাই ভুলে যাই পড়া
হাতের লেখা খারাপ বলে
তিন বেলা খাই বড়া
গেলাস গেলাস পানি খেয়েও
বুকের ভেতর খরা
ঘুমের ভেতর হাঁটতে থাকি
দোস্তগীরের ঘোড়া
নাচতে আমি ভুলেই গেছি
বাঁকা আমার উঠোন
পুরুষ আমি- লজ্জাটা তাই
মহামূল্য ভূষণ
চাঁদের আলোয় ঝলসে গেছে
সারা দেহের চামড়া
এই ভোগান্তি সারবে কি ভাই
আমি তুমি আমরা?
১৬ নভেম্বর ২০১৭
ঋণঃ
ব্লগার বিলিয়ার রহমান ও আমি তুমি আমরা
আরো ছড়া যদি খেতে চান
তবে এখনই নীচের লিংকে গিয়ে ধুমছে ক্লিকান
অতঃপর ডাউনলোড করুন
তারপর ঘুমিয়ে পড়ুন
ই-বুক আজগুবি ছড়া, ২৬ মার্চ ২০১৮
উপরের লিংকটা যদি ওপেন না হয়, তাহলে নীচের লিংক থেকে 'আজগুবি ছড়া' ও অন্যান্য যে-কোনো আজগুবি বই ডাউনলোড করলে আমার কোনো আপত্তি থাকবে না
আজগুবি ছড়া
সেই সাথে ঘুরে আসতে পারেন সুকুমার শায়মাকে উৎসর্গ করা নীচের পোস্টটিও
ছড়ার পাহাড়
ফুটনোটঃ
মাঝে মাঝে পুরোনো ব্লগ পড়ি আর পুরোনো দিনের গানের মতো সেগুলো উপভোগ করি, বিশেষ করে কমেন্টগুলো। আগে কমেন্টের ঘরে অনেক ছড়া বা কবিতার জন্ম হতো। এরকম আরো ব্লগার আছেন, যেমন বর্তমানের বিদ্রোহী ভৃগু, প্রমুখ। ছড়ার দ্বৈরথও অনেক হয়েছে। সুকুমার শায়মা সবাক, রাগ ইমন, সুরঞ্জনা মায়া, প্রমুখ অনেকেই সেই ছড়া খেলায় অংশগ্রহণ করতেন। এভাবে লেখা হয়ে যাওয়া কবিতা বা ছড়াগুলোর কপি সংরক্ষণ করলেও অনেক সময় অনেক লেখাই কেবল পোস্টেই থেকে যেত। পুরোনো পোস্ট পড়তে যেয়ে আজ আমার নিজের একটা ছড়ার পোস্টে এ ছড়া দুটি পেয়ে যাই। প্রথম ছড়াটি ব্লগার বিলিয়ার রহমানের একটা ছড়ার উত্তরে লেখা। ২য় ছড়াটি জিনিয়াস ব্লগার আমি তুমি আমরা'র একটা প্রশ্নের উত্তরে লেখা, এবং এটা আমারই অন্য একটা ছড়া দুরারোগ্য সংকট-এর ৩য় ভার্সন মাত্র।
উৎসর্গঃ যাঁকে অনেক খোঁচাই
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৫