দয়াল বাবা দরগা ছাইড়া যাইবা যদি যাও
নিজের দাম বাড়াইতে বুঝি এত্ত ঢং দেখাও
যাইবার চাইয়া আর গেলা না
করলা খালি টাল বাহানা
বারে বারে যাও খাড়াইয়া
ভক্তরা সব পা জড়াইয়া
টাইন্যা ধইরা দেয় বসাইয়া
ভাবছো তুমি দেশ জুড়িয়া ফাটাই দিছো নাম
এবার বুঝি দরগাখানার বাইড়াছে খুব দাম
ভাব মারো সবজান্তা তুমি, লম্বা জ্ঞানের হাত
সবাই তোমার শিষ্য, সবার তুমিই ওস্তাদ
দেখাইতে চাও তেলেসমাতি
ধান্দাবাজির কেরামতি
একটুখানি টোকা দিলেই আসলটা যায় শোনা
খালি কলশ বাজে তোমার ঠনঠনাঠনঠনা
মন্ত্র তুমি পড়ো কী যে!
তুমিই কি তা বোঝো নিজে?
মাথাও নাই মুণ্ডুও নাই এমন মন্ত্র পড়ো
পয়লা কথায় যেইটা বলো
পরের লাইনে উলটা চলো
সবগুলারে মাখাই ফেলে পণ্ডিতি ভাব ধরো
মূর্খ তোমার ভক্তরা কয়-
‘এমন মন্ত্র আর কিবা হয়?
বাবার মতো আর কে আছে দয়াল মস্ত বড়ো?’
ধরাটাকে তখন তুমি সরাটা জ্ঞান করো।
মুরগি ছাগল হাঁসের ছানা
চাল-ডালও তো কম পাইলা না
একটুখানি বেজুত হলেই ভক্তরে দাও লাথি।
ভক্ত যদি লাত্থি খাইয়া
একটুখানি দেয় কামড়াইয়া
অমনি তুমি গোস্বা কইরা দাও নিভাইয়া বাতি
হায়-হুতাশে ভক্তরা সব চাপড়ে ফাটায় ছাতি।
তুমি ভীষণ ভণ্ড বাবা, ভণ্ড তোমার বাপ
মূর্খ তোমার ভক্তরা কি বুঝবে তোমার পাপ?
তোমার মতো ভণ্ড দয়াল
দেখবো বলো আর কতকাল
এই দুনিয়ায় দয়াল বাবার এতই কি অভাব?
যেই না আমার দয়াল বাবা, তারও আবার ভাব।
হদ্দবোকা ছাগলা দয়াল গণ্ডমূর্খ ওরে
ওস্তাদেরও আছেন গুরু কেউ বলে নি তোরে?
চতুর্দিকে দেখ তাকাইয়া কত দয়াল সাঁই
তাদের কারো নখের সমান এখনো হস নাই
কত দয়াল আসলো গেলো কার হয়েছে কী?
তুই ব্যাটা ভাগ জলদি, তবেই দরগাতে শান্তি।
১৯ সেপ্টেম্বর ২০১৭
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:৪৮