চোখের আগুন ফুরিয়ে গেছে, আর
মরে গেছে প্রেমে পড়ার উত্তাল বয়স। পুরোনো আসবাব খুঁড়ে
তোর ধুলোপড়া চিঠিগুলো পড়ি, অমনি ঢুকে পড়ি
সুরম্য অতীতে। নবীন পল্লবের মতো গজিয়ে ওঠা অসীম ইচ্ছেরা
মুহূর্তে ফিনকি দিয়ে ছোটে। মনে হয়, প্রেমে পড়ি-
আবারও প্রেমে পড়ি-
কলতলায় তোকে দেখি, তোকে পুকুরের ঘাটে দেখি
সবুজ ঘাসের আলপথে তোকে দেখি
মাখনের মতো ধবল দু পায়ে সোনার নূপুর
বাতাসে তোর আঁচল ওড়ে, প্রজাপতি আঁকা ওড়না ওড়ে
দূর থেকে তোর চোখে আগুন দেখি- ধারালো ছুরির মতো বুকে এসে বিঁধে
ইচ্ছে করে প্রেমে পড়ি-
ইচ্ছে করে, আবারও অরোধ্য প্রেমিক হয়ে উঠি।