ক্ষণজন্মা
১
মুঠি খোলো, অন্ধকারে একঝাঁক নরম অক্ষর;
পালকেরা ঝরে পড়ে।
লিখো নি; যাকে তুমি আজন্ম চেয়েছো, নীরবে
ভুলে গেছো তার নাম ও গন্ধ; সব কিছু
২
স্মৃতির নাম বিলাসী কুসুম, গন্ধবিধুর ঘুম আর ঘুম।
২৯ শে মার্চ ২০০৯/২৮ মে ২০১৩
যার জন্য প্রযোজ্য তিনি জানেন
To Whom It May Concern
তোমার অনেক বয়স হয়েছে, খুড়িয়ে খুড়িয়ে হাঁটো
উত্তর মেরু, আটলান্টিকে, আকাশে বেঁধেছ ঘর
হঠাৎ হঠাৎ সাত সমুদ্র তের নদী পার হয়ে
আমার উঠোনে দরাজ চরণে দাঁড়াও স্মিত হেসে
গোপন নারীরা প্রেম দিয়েছিল, সুনিপুণ সম্ভোগে
কেউ দিয়েছিল বিষম বেদনা, নিঠুর ব্যেধের ঘা-য়ে
সকলেই তারা স্বার্থের টানে ফিরেছে নিজের ঘরে
দুধের মাছিরা উড়ে চলে যায় শুকনো পাত্র ফেলে
তোমার দু চোখে ফুলকির মতো আগুনের ফুল ফোটে
আমি পুড়ে যাই পলকে তোমার দু বাহুর পরিণাহে
পুড়ে যেতে যেতে বিপুল বোধনে হঠাৎ চমকে দেখি-
থরে থরে শুধু প্রেম আর প্রেম, শুধু তুমি নেই, বুড়ি
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০২২ রাত ৯:৪২