চলো, আজ তবে খানিকটা সময় প্রেম করা যাক
চলো, আজ তবে খানিকটা সময় প্রেম করা যাক
এই অমৃত-ঝরা ফাল্গুনের পথে
হাতটি বাড়াও, চলো আজ ফিরে যাই বহু বহু দূরে
গেরস্থালির খুনসুটি আজ থাক
বহুদিন ভোরের সূর্য দেখি না, দেখি না প্রেমাস্পদ চাঁদ
অভিমানে হেঁটে গেছে গন্ধমুখর হাসনাহেনার রাত সুগোপনে
ভুলে গেছি ওষ্ঠের স্বাদ
জীবন ফুরালো কখন? খেয়ালও করি নি মরে গেছে যৌবন-তুফান।
শুকালো প্লাবন। থেমে গেছে মিথুনরঙিন সব সুর ও গান।
কতোটুকু বাকি আছে আর? সব ছেড়েছুঁড়ে
চলো আজ প্রেম করি অবেলার পেলব রোদ্দুরে।
*১৪ ফেব্রুয়ারি ২০০৯
চল্, প্রেম করি
আমি জানি, তুই জানিস তুই কী চাস তা আমি জানি
তুইও জানিস আমিও তা চাই
তাহলে ভণিতা রাখ্, চল্, সেই সুরম্য দুর্গের ধারে সুন্দর বনে যাই
বয়সের আগুন বেশিদিন থাকে না। আগুন নিভে গেলে এসব কবিতা ছাই হয়ে যাবে
আর পানদানিতে খুঁড়োবে পানসে বয়স
তখন বিগত চোখেমুখে সরস দিনের গালভরা আফসোস
এমন মহার্ঘ সময় পায়ে ঠেলে ফেলে দিয়ে কী লাভ?
আমরা ভিন্ন মাত্রা দেব প্রেমে
একঘেঁয়ে প্রেমের কবিতায় দেব কিছু অনন্য স্বাদ
আমাদের অবসাদ নেই, আছে দীর্ঘ চাঁদতরঙ্গে অমরাবতীর রাত
তাহলে এসব ভণিতা এবার রাখ্। সোজাসুজি বল্ :
চল্, প্রেম করি, আর আটলান্টিকে পোনামাছ ধরি।
* পুরনো