১
TOP CHART EXCLUSIVE MUSIC VIDEO
১২টি মিউসিক ভিডিও আছে। কণার 'মা' গানটি বোধ হয়, ভালো করে দেখা/শোনা হয় নি। তা ছাড়া মিমি, হৃদয় খান, মেহরিন, পারভেজ, সিঁথি, মনোয়ার টুটুল, শাফিন আহমেদ, আনান-সিঁথি, ফাহমিদা নবী, প্রীতম।
সিঁথি সাহা নামক এক শিল্পীর গান শুনে মুগ্ধ হয়েছিলাম ঈদের কোনো অনুষ্ঠানে। এখানে সিঁথির গান আছে, এক পলক দেখেই ভালো লাগলো, কিন্তু নিশ্চিত নই এই সিঁথি সেই সিঁথি সাহা কিনা।
২
ONTOHIN
Adit Featuring Elita and Mahadi
১১টা গান আছে। এখনো শোনা হয় নি একটিও। জানি না সদ্য রিলিজ্ড, নাকি পুরনো। পুরনো হয়ে থাকলে দুয়েকটা হয়তো আগে শুনে থাকতে পারি।
৩
চন্দ্রালোকে
শিল্পী : অনিতা
শিল্পীর ব্যাপারে কোনো আইডিয়া নেই। বিশেষ কেউ কিছু জানলে, জানালে বাধিত হবো। ১ম এ্যালবাম। ১১টা গান আছে, ১টা ইন্সট্রুমেন্টাল সহ
৪
গঙ্গাযাত্রা (ছায়াছবি)
দেখা হবে কবে জানি না, কারণ, পিসিতে এরূপ ভালো ছবি আছে বেশ কিছু; দেখা হয় নি। এটিও হয়তো ওরকম হবে।
অভিনয়ে : ফেরদৌস, পপি, সিমলা, শহিদুল আলম সাচ্চু, রায়না, প্রমুখ
৫
Last but not the least


Bootable CD Windows XP
Style Edition 2009
Original


এটা এখনো ওপেন করা হয় নি; তবে উপরের সবগুলো সিডি ছাপিয়ে এটা বক্স অফিস হিট করবে বলে ধারণা করছি।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৪৬