রেখে গেলি অগ্নিদাহের সুতীব্র জ্বালা শরীরের প্রত্যেক পরতে
একটি রাত কিংবা কিছু বেশি- কেন তবে যন্ত্রণা জাগালি মনে?
কে দেবে অঙ্গারে জল আমায় এখন, বারুদ যৌবনে?
চলে যাবার অনেক আগেই এভাবেই চলে যায় সব পাখি
আমার পাখির পালকপুঞ্জের ঘ্রাণ
বাতাসে বাতাসে ভেসে ভেসে আমাকেই খোঁজে নাকি!
তুই তো জানিস না পাখি, সমগ্র রাতের বৃষ্টির শব্দ প্রেমের মূর্ছনার মতো
বুঁদ করে আঁখি ও অন্তর।
তোকে ছাড়া কীভাবে বাঁচি রে বাবুই?
আমার ঘর ও পৃথিবী তোকে ছাড়া বিরান কবর।
তুই ফিরে আয়... তোর লাগি এখনও আমি কাঁদি।