মুসলিম অখন্ড ভারত শাসন করেছে তখন তারা ছিলো সংখ্যা লঘু। খ্রিস্টান অখন্ড ভারত শাসন করেছে, তারা তখন সংখ্যা লঘু মুসলিম থেকেও সংখ্যা লঘু ছিলো। তারপর মুসলিমদেরকে সাথে নিয়ে হিন্দুরা খ্রিস্টান শাসনের অবশান ঘটায় এবং মুসলিম শাসনে ভারতীয় উপমহাদেশের একটা অংশ ছেড়ে দেয়। এখন তাদের কিছু সংখ্যক মুসলিমদরকে ছেড়ে দেওয়া অংশ ফিরে পেতে মরিয়া। তাদের এ ইচ্ছা পূরণে তাদেরকে মুসলিমদের সাথে একটা ব্যাপক যুদ্ধে লিপ্ত হতে হবে। তখন মুসলিমদের সাথে আফগানরা যুক্ত হবে। তখন ভারতের ঘরের মুসলিমরাও শত্রুপক্ষে চলে যেতে পারে। তখন মুসলিমরা চীন ও মায়ানমারকে গণিমতের মাল দেওয়ার প্রতিশ্রুতিতে যদি সাথে নিতে পারে তাতে মনে হয় মুসলিমরা তাদের দেশ আরো বড় করতে পারবে। আর তখন অখন্ড ভারতের বদলে বড় ভারত আরো ছোট হয়ে যেতে পারে।সেজন্য ভারতের প্রতি আমার নচিহত হলো যেমন আছ তেমন থাক, আর বাড় বাড়িও না।
আমাদের ঘরের হিন্দুদেরকে আমরা মহাসমাদরে প্রতিপালন করতে চাই। কারণ ঘরের শত্রু বিভিষণ তৈরী করতে নাই। স্বদেশী হিন্দুদের সাথে আমাদের আচরণ এমন হতে হবে যেন তারা ভারত থেকে স্বদেশকেই বেশী ভালো বাসে। আমাদের দেশ থেকে সাম্প্রদায়িকতা চিরতরে বিদায় করতে হবে। আর অনগ্রসর পাহাড়ীদেরকে অগ্রসর জাতিতে পরিণত করা আমাদের দায়িত্ব। আমরা যেমন অসাম্প্রদায়িত জাতি চাই তেমন অসাম্প্রদায়িক জাতি গঠনে আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে অনেক উন্নতি করতে হবে। আমার মেয়েকে একটা হিন্দু ছেলে বিয়ে করতে চেয়ে ছিলো। সে আবার মৃসলিম হতেও রাজি ছিলো না। আমি তাকে বলেছি ঠিক আছে, তোমার বাবা-মাকে তুমি রাজি কর। সে তার বাবা-মাকে রাজি করতে পারেনি। আমি তাকে বলেছি, তোমার জন্য আমি কেয়ামত পর্যন্ত অপেক্ষা করতে পারব না। সুতরাং আমি মেয়ে অন্যত্র বিয়ে দিয়ে দিয়েছি। আমি ছেলেটিকে অসম্মান করিনি। কারণ সে আমাদের দেশের নাগরিক।
ড. ইউনুস নাগরিক অধিকারের কথা বলেছেন। আমাদের দেশের সকল নাগরিকের নাগরিক অধিকার নিশ্চিত করা আমাদের সকল নাগরিকের দায়িত্ব। ভারত আমাদেরকে আক্রমন করলে আমাদের হিন্দুদের ভারতের পক্ষে যোগদানের কোন কারণ আমাদেরকে তৈরী করলে চলবে না। অত:পর ভারত যদি গায়ে পড়ে আমাদের সাথে যুদ্ধ করতে আসে তবে তাদেরকে এর সমচিত জবাব দিতে হবে। তাতে করে আমাদের দেশটা আরো বড় হয়ে গেলে তখন আর কেউ আমাদেরকে কোন দোষ দিবে না। আমাদের ইতিহাস হলো আমরা চিরকাল স্বাধীন থাকতে চেয়েছি। আমাদের সে ইচ্ছার বাস্তবায়ন চেষ্টা চির অব্যহত থাকবে-ইনশাআল্লাহ।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৪৮