স্কুলের বার্ষিক প্রতিযোগিতায় যেমন খুশি সাজ ইভেন্টে একটা শিশু ছড়া কাটলো- যাই চাই তাই পাই, চকলেট, লেমনচুচ, রসগোল্লা রসময়, আমাদের বাবা ভেরি গুড বয়।পথ শিশু সাজায় বিচারক মন্ডলী তাকে প্রথমস্থান প্রদান করলো। পরে জানাগেলো সে পথশিশু সাজে নাই, সে আসলেই পথ শিশু ছিলো এবং সে স্কুলের ছাত্র ছিলো না। প্রধান শিক্ষিকা তখন আয়াকে বললেন- আয়া সাবান লও পানি লও! শিশুটির গায়ের ময়লা প্রধান শিক্ষিকাকে বিবব্রত করে ছিলো। তার পরের ঘটনা আর মনে নাই। ঘটনাটা শৈশবে একটা সাময়িকিতে পড়ে ছিলাম।
তারা বলেছে আমি কে রাজাকার, তুমি কে রাজাকার। এরা এটা বলছে কেন, এ বিষয়ে অনেকে আপত্তি তুলেছে। এখন জানা যাচ্ছে তারা আসলে রাজাকারই ছিলো। সেজন্যই সেনা প্রধান সবার আগে জামায়াতের আমিরের কথা বলেছেন। সাবেক প্রধানমন্ত্রী জামায়াত নিষিদ্ধ করে বলেছেন, তাদের থেকে পাল্টা আঘাত আসলে তার মোকাবেলার প্রস্ততি তাঁর সরকার ও দলের রয়েছে। কি প্রস্তুতি তাদের ছিলো? জামায়াত-শিবির নিষিদ্ধের চার দিনের মাথায় তাদের খেলা শেষ হয়ে গেলো। তারা কোমলমতি সেজে আসলো, তাদেরকে সহায়তার ঘোষণা দিলো বিএনপি, সাথে কিছু জনগণ যোগ হলো এবং তাতে শেখ হাসিনা পালিয়ে গেলেন। কিন্তু এর সামান্য আগে তিনি বলেছেন, শেখ হাসিনা পালায় না।
জামায়াত-শিবির এখন হাত বাড়িয়ে দেখছে ক্ষমতা কত দূর? বিএনপি চোখ বন্ধ করে দেখছে তারা এখন ক্ষমতায়। চোখ খুলে দেখে- দিল্লি বহুত দূর হ্যায়।সেজন্য তারা দিল্লির হাই কমিশনের সাথে মোলাকাত করতে গেলো। তাতেও অনেকে তাদের দোষ দিলো। এদিকে কোমলমতিদের সরকার ভারতকে ৩০০০ টন ইলিশ দেওয়ার ঘোষণা দিলো। আমার স্ত্রী বলল, আমরা তবে খাব কি? বাংলাদেশের ক্ষমতার সুতোর একমাথা কি তবে দিল্লিতে? এদেশের ক্ষমতার একমাথা মনে হয় আমেরিকাতেও আছে সেজন্য ড. ইউনুস ও বাইডেন বৈঠকে বসছেন। জে. ওয়াকারুজ্জামানের ভাগে ক্ষমতা কম পড়ে যাচ্ছে বলে মনে হয়। রাষ্ট্রপতি ভাবছেন আর কটা দিন যদি রাষ্ট্রপতি থাকা যায়। আওয়ামী লীগ ফাঁক-ফোঁকর খুজছে আবার চট করে ক্ষমতায় বসার জন্য। অবশেষে কি হতে যাচ্ছে সেটা সময়ে জানা যাবে। আমি চাই একটা সুষ্ঠ ভোট। কারণ অনেক বছর পরে হলেও এটার দরকার আছে।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২৬