যমুনা টেলিভিশনের টক শো থেকে শিরোনামা গ্রহণ করা হয়েছে।লাউ আর কদুর মধ্যে পার্থক্য হলো একই বস্তুর ভিন্ন নাম। এতদিন উহারা দৌড়ের উপর ছিলো এখন ইহারা দৌড়ের উপর থাকবে। তা’ যে ঘটনা ঘটেছে তাতে ইহাদের সকল নেতাকর্মীকে মামলার এজাহার ভুক্ত করা যাবে। এতদিন মানবতা বিরোধী অপরাধ ট্রাইবুনালে উহাদের বিচার হয়েছে, এখন একই ট্রাইবুনালে ইহাদের বিচার হবে।জনগণ এতদিন উহাদের অপরাধের গল্প শুনেছে, এখন তারা ইহাদের অপরাধের গল্প শুনবে। পুরনো শিহরনের স্থানে নতুন শিহরন স্থান লাভ করবে। তবে বেকারদের চাকুরী হবে কিনা, দ্রব্যমূল্য কমবে কিনা, অর্থ পাচার বন্ধ হবে কিনা, এসব বিষয় আমি তেমন কিছু বলতে পারি না।
হাওয়া ভবন হয়েছে। আয়না ঘর হয়েছে। সামনে কি অপেক্ষমান রয়েছে? ভোটের ফল যাই হোক মৃত্যূর আগে অন্তত আর একবার ভোট প্রদানের আশায় আছি। বহুকাল যারা ভোট প্রদান করতে পারেনি তারাও হয়ত সামনে ভোট প্রদানে আশাবাদী। ভরা পেটে নাহি খাই- তবু আর একবার ভোট দিতে চাই।ভোটের দিন বের হয়ে একজন কে জিজ্ঞাস করলাম খবর কি? সে বলল, একচের টাক্কায়। এখানেই পার্থক্য। জনগণ হয়ত আবার ভোট দিবে। এতকাল যাদের অপরাধের বিচার হয়নি তাদের অপরাধের বিচার হবে। একতাল যরা অবিচারের মধ্যে ছিলো তাদের অনেকে এরমধ্যে ছাড়া পেয়েছে। বেগম জিয়া চিকিৎসা করাতে এখন বিদেশ যাবেন। তিনি এখন স্বাধীন। ভোটারগণ এখন স্বাধীন। তাঁরা স্বাধীনভাবে ভোট দিবেন।
ক্ষমতার পট পরিবর্তন হয়েছে। ৭৬ বছরের বুড়ির বদলে ৮৪ বছরের বুড়া এসেছে। তারপর কে আসবে? সেটা না হয় আসার পর দেখব। বুড়ার জন্য শুভ কামনা। বুড়া সফল হলে দেশ এগিয়ে যাবে।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩২