ছ’বছর আগে আর ছ’বছর পরে
পরী, ছোট থেকে বড় হয়েছে অনেক
রোজা নামে সে এখন পিতার অর্ধেক
হৃদয় দখল করে কাটায় জীবন।
শান্ত মেয়ে মিষ্টি মেয়ে জ্ঞান পাখী ধরে
অন্তর খাঁচায় পুরে। সময়ে প্রত্যেক
তার কাজ জ্ঞানরাজ্যে করা এক এক
তারাদের নিজমাঝে সুপ্তির জীয়ন।
আপু মনি খুশী হই শুনে গুণ কথা
এভাবেই বেড়ে উঠ প্রশান্তি ছায়ায়
হারাবে না সময়কে অকাজে অযথা
সমাজে কল্যাণ হোক তোমার মায়ায়
তুমি হও কর্মক্ষেত্রে সর্বদা সফল
এটাই কামনা করে ব্লগের সকল।
পরী
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪