০১। আপনার সাথী আপনার সথে নেই, তাহলে সামহোয়্যার ইন ব্লগের সাথে থাকুন; আপনার সাথী আপনার সথে না থাকার যন্ত্রণা কেটে যাবে।আমার স্ত্রী দরকারী কাজে আমার থেকে দূরে আছেন, কিন্তু সামহোয়্যার ইন ব্লগ আমার সাথে আছে। বেশতো আমার সময় চমৎকার কাটছে। আর স্ত্রী এবং সামহোয়্যার ইন ব্লগ একসাথে আমার সাথে থাকলে আমার সময় আরো চমৎকার কাটে। তিনি রেসিপি দেখেন আর আমি দেখি ব্লগ। সুতরাং সামহোয়্যার ইন ব্লগ হোক আমাদের অবসর সাথী।
০২। স্ত্রী রাগ করে বাপের বাড়ী গেছে কোন সমস্যা নেই, আপনি সামহোয়্যার ইন ব্লগের সাথে থাকুন! স্ত্রীর অভাব অনেকটাই কেটে যাবে। স্বামী দরকারী কাজে দূরে আছে তো কি হয়েছে, সামহোয়্যার ইন ব্লগের সাথে থাকুন!দেখবেন সময়গুলো কত সুন্দরভাবে পার হয়ে যাচ্ছে। এখানে জ্ঞানের সাগর আছে। সে সাগরে সাঁতরাতে সাঁতরাতে সময় শেষ হবে, কিন্তু জ্ঞানের সেই সাগর শেষ হবে না। এখানে রত্নের অভাব নেই। রত্ন যত আহরণ করবেন তথাপি রত্ন থেকে যাবে।
# উভয়টা একদম সত্তর শব্দে কপি রাইটিং করেছি। একশব্দ কম নয় এবং একশব্দ বেশী নয়।
@ সামুকেই চাই
এ সামহোয়্যার ইন ব্লগে আছে সব
খুঁজে খুঁজে দেখে নাও রতনের রাজি
সভ্য-ভদ্র জ্ঞানবান কাজী গাজী পাঁজি
তারা লেখে কত কথা পরান জুড়ায়।
অসুস্থ্য অন্তরে হয় সুখ অনুভব
এখানে জ্ঞানেরা থাকে নানারঙে সাজি
নিবন্ধন না হলেও হোক তবে আজি
তাহলেই থাকবেন আনন্দ ছায়ায়।
বঙ্গভাষী জনতার জন্য সামু সেরা
সারা বিশ্বে এরচেয়ে সেরা ব্লগ নাই
এখানে সকল কিছু সুখ ছোঁয়া ঘেরা
সেজন্য অন্তর বলে সামুকেই চাই।
শুন সব মানবেরা একসাথে চলি
সামুতে সবাই মিলে শ্রেষ্ঠকথা বলি।
# সাতাত্তর শব্দে কপি রাইটিং সনেট