উতলা বাথান ম্যলাদিন আহেনা আমার বাড়ি
কেউ কেউ কয় মান করছে, কেউবা দিছে আড়ি
আসমান জুইড়া ঝুইল্যা থাকে সাদাসাদা মেঘ
তার সাথে ভাইস্যা বেড়ায় শত জন্মের আবেগ।
তারে আমি পিন্দাইছিলাম ঢোলকলমির ফুল
রি রি পরছে সারা গায়ে, ছি ছি সেকি হুলস্থুল!
কলঙ্ক ছাপাইয়া উইঠ্যা লাগে খোদার আরশে
মাদানের বাত্তি নিবে আন্ধার রাইতের আবেশে।
কতা দিলেই রাখন লাগবো এমন নাই জানি
রক্তকরবীর জল ধোয়া জমিন বইলা মানি
পড়শি কয় ভুইল্যা যা,নারী মন দিয়ার রং
বনফুলের লগে ঘাসফড়িং, প্রজাপতির ঢং
কেমনে বুঝামু হ্যায় আমার হাসন পিন্দন
তারে ছাড়া লিলুয়া বাতাসে বুক ভরা কান্দন।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৭