যার কাছে আমি ছিলাম
পুর্ন মাসের চান, মরা গাঙ্গে জোয়ারের ঢেউ।
যে বান্ধা নিছিল আমার পাঁচ বিঘা ভূমি
পুর্ব ধরলার বিল, উজানী নগরের নাও
আমার তাবত ফসলি জমি।
অহন সে পর হইয়া গেছে,
তার কাছে আমি নিত্য পরবাস।
সে অহন অন্য ডাঙ্গার মানুষ
আমার চর যখন ধুধু প্রান্তর,
আর সে কিনা হাল চষে অন্যের ভূমিতে।
অথচ আমি ছিলাম তার পলি ধোয়া চর।।
তার নালিশ আমি কার কাছে দিমু
যার কাছে আমার জমিন বান্ধা পাও।
অহন আমার জোছনা মরে অমাবশ্যার হাতে
কার কাছে গিয়া কমু আমার মানুষ আইনা দাও।
যার লাগি পুড়ে আমার পরানের গহীন
যার কাছে বিচার দিতাম তাবৎ পৃথিবীর,
তার নালিশ আমি কার কাছে দিমু,
সে ই তো অহন আমার মামলার আসামী।