আপনারা অনেকেই জানেন প্রতি বছর বইমেলায় ব্লগারদের অংশগ্রহনে গল্প সংকলন বের হয়। গত বইমেলা- ২০১১ সালে "কত্থকদের গল্প" এবং বইমেলা ২০১২ সাথে অবন্তি প্রকাশিত হয়েছে। তবে আশার কথা এই যে "অবন্তি" উল্লেখ যোগ্য পরিমান পাঠক প্রিয়তা পেয়েছে। প্রিয় লেখকদের গল্প গুলি একসাথে পাওয়া সুযোগটি অনেকেই কাজে লাগিয়েছেন। আশাকরছি এবারও একটি সফল সংকলন করতে পারবো।
তারই ধারাবাহিকতায় এবারও ব্লগারদের লেখা নিয়ে সংকলন প্রকাশিত হবে। আপনারা যে কেউ লেখা জমা দিতে পারেন।
লেখা জমার দেয়ার নিয়মাবলী
১। প্রবন্ধ,গল্প,বই আলোচনা, উপন্যাস, কবিতা, ছড়া সহ যে কোন বিষয়ে লেখা জমা দেয়া যাবে।
২। কবিতা এবং ছড়া কমপক্ষে ১০ টি এবং অন্যান্যা লেখা কম পক্ষে ২টি করে জমা দিতে হবে।
৩। জমাদাকৃত লেখা কোন প্রিন্ট মিডিয়ার অপ্রকাশিত হতে হবে।
৪। বিজয় ফরমেটে লেখা পাঠাতে হবে।
প্রথম ধাপে পুরো নভেম্বর মাস জুড়ে লেখা জমা দেয়া যাবে। প্রকাশ করা না করা সম্পাদক মন্ডলর এখতিয়ার ভুক্ত। নির্বাচিত লেখা ও লেখকের নাম পোস্টের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। এছাড়া বিস্তারিত জানতে http://www.nokkhotro.com ভিজিট করুন। প্রয়োজনে ফোন দিতে পারেন ০১৯১৪-২১৩৬৬১।
লেখা পাঠানো ইমেইলঃ [email protected]