।। ১।।
একদা আমি ছিলাম কাননে
বনমালী আদরে গড়া সাত রঙ্গা পাতাবাহার
আজ বনমালী অন্তর্হিত,
পুরো কানন হলো শ্মশান পুরী।
আমি এখন শুধুই রং হীন মরাপাতা।
।।২।।
পর্বত শৃঙ্গের নিক্ষিপ্ত জলরাশিই
হৃদয়ের কোল ঘেসা ঝর্না ধারা।
ইশ্বরের ইশারায় জলপ্রবাহ তোমার ইচ্ছার অধীন।
আমি দিনমান পর্যটকের বেশে,
চমকিত, শিহরিত হই প্রপাতের ছিটকে আসা জলে।
কিন্তু
নেই কোন অধিকার, সে জলে অবগাহন করার।
।।৩।।
দামী অতি,
রঙ্গিন ঝাড়বাতি।
কেননা,
কড়ি দিয়ে কেনা।
কস্টে মিলে যে ধন,
সবাই করে যতন।
পথ ফুল ফুটে অনাদরে,
এ শুধুই পুজার তরে।
বেলা শেষে বিসর্জন,
শ্রী হারানোই তার কারন।