দক্ষিন আমেরিকা মহাদেশের ব্রাজিল আর্জেন্টিনা দেশগুলিতে ম্যাকাও নামে একটা পাখি থাকে। এই পাখিগুলির সৌন্দর্য্য এতই জটিল যে একবার পাখিগুলির পালকের দিকে তাকালে আর চোখ ফেরানো যায় না। এক কথায় পুরা পাংখা। আবার আমাদের বাড়ির পাশেই যে বিড়াল ছানাগুলি হইছে এগুলিও দেখতে জটিল। বিড়ালের বাচ্চা গুলি যখন নিজেদের মধ্যে খেলে তখন ইচ্ছা হয় সারাদিন এদের দিকে তাকিয়ে থাকি। তারপর ধরেন নর্থ সাউথে Architecture এ পড়ুয়া নওসীন মেয়েটা যাকে আপনি খুব Like করেন আপনার ইচ্ছা হবে সারাদিন ঐ নর্থ সাউথের সামনে দাঁড়িয়ে নওসীনের ২ চোখ, চুল ও মুখচ্ছবি দেখার। যখন নর্থ সাউথ পড়ুয়া নওসীন আপনার পাশে থাকবেনা তখনও আপনার মনে হবে যে -“ নওসীন নয়ন তোমারে দেখিতে পায় না তবুও রয়েছে নয়নে নয়নে ” এই যে সৌন্দর্য্যের কথাগুলি বললাম এইগুলি কিন্তু সবই আকার আয়তনে খুবই ক্ষুদ্র। অর্থ্যাৎ একটি বিড়াল, ম্যাকাও পাখি বা নর্থ সাউথে Architecture এ পড়ুয়া নওসীনের মুখচ্ছবি কিন্তু খুবই ক্ষুদ্র আকার আয়তনে কিন্তু এই ক্ষুদ্র আকার আয়তন গুলির মাঝে আল্লাহ সুবহানাতায়ালা এতই সৌন্দর্য্য তৈরী করে রেখেছেন যে আপনার ইচ্ছা হবে সারাদিন এদের দিকে তাকিয়ে থাকতে।






" নওসীন আমার ভিতর এক বোধ কাজ করে আমি তারে পারি না এড়াতে আমি চলি সাথে সাথে সেও চলে। আছাড় মারিতে চাই শূণ্যে মাথার ভিতর ঘুরে। "
চোখের মনি তো খুবই ক্ষুদ্র কিন্তু এই চোখের মনি দিয়ে আমরা কত বড় বড় জিনিস যেমন পাহাড় পর্বত সমুদ্র দেখতে পারি। ঠিক তেমনি নবী রাসূলরাও আকার আয়তনে দৈহিক বৈশিষ্ট্যে আমাদের মতন মানুষ হলেও নবী রাসূলদের সম্মান-মর্যাদা-শারীরিক শক্তি-রুহানিয়াত ক্ষমতা আমাদের থেকে কোটি কোটি গুণ বেশী। একটা অন্ধ ব্যক্তি যেমন কোনদিনও ম্যাকাও পাখি, বিড়াল বা নর্থ সাউথ পড়ুয়া নওসীন মেয়েটার মুখচ্ছবির সৌন্দর্য্য অনুধাবন করতে পারবে না। আবার যার হৃদয়ে ভালবাসা নাই সে কখনই নওসীনের প্রতি আমার আবেগটা বুঝতে পারবে না ঠিক তেমনি এই দুনিয়ার জীবনেও যাদের অন্তরে আল্লাহ সুবহানাতায়ালা মোহর মেরে দিয়েছেন তারা কোনদিনও দ্বীন ইসলামের সৌন্দর্য্য অনুধাবন করতে পারবে না। এরা হচ্ছে মক্কার ঐ সকল নিকৃষ্ট কাফের ব্যক্তির মত যারা বলত- “ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ! আমরা তোমাকে মিথ্যাবাদী বলি না কিন্তু তুমি যা প্রত্যাদেশ নিয়ে এসেছ আমরা তা অস্বীকার করি। ”