শুধু চেয়েছিলাম দুইজন ১টি নৌকাতে সারা বিকাল সন্ধ্যা ঘুরে বেড়াতে
চাইনিজ অথবা রেষ্টুরেন্টে না খেয়ে বাইরে ফুচকা, চানাচুর আর শেষে কোনো এক চায়ের দোকান থেকে চা খেতে।
আমি কি চেয়েছিলাম ধুমধাম করে বিয়ে
করতে?
চেয়েছিলাম ছোট খাট এক বিয়ে করে সেই রাতে কাউকে না বলে তোমায় নিয়ে পালিয়ে যেতে।
আমি কি চেয়েছিলাম আমাকে রান্না করে খাওয়াতে?
শুধুই চাওয়া ছিল যখন রান্না করব, তখন কাজ এর মাঝে এসে মজা করে বাধা দিতে।
আমি কি কখনো চেয়েছিলাম যে এমন ঝগড়া করি যেখানে না খেয়ে ঘুমাতে হবে?
চাওয়া এতটুকু ছিল যে সেই ঝগড়া করতে যেখানে ৫মিনিট এর উপর আমাদের রাগ দীর্ঘস্থায়ী না হয়।
আজ তুমি বদলে গেছ। অনেক ব্যস্ত। সময়ের সাথে তাল মিলিয়ে আমার জন্য আজ তোমার সময় হয়না।
আজ আমার ইচ্ছাগুলো তোমার কাছে লাগে নেকামো
আমাকে যে ভালবাসতে তা নাকি ছিল বোকামো
আর আমি যে এতটা ভালবাসি তোমায় তা এখন নাকি পাগলামো।
কথা দিয়েছিলাম কখনো ছেড়ে যাবনা
আজ আমি স্বার্থপর হয়ে গেলাম, ঘরের ভিতর দম বন্ধ হয়ে আসছিল
তাই সবকিছু ছেড়ে বহুদুরে চলে এলাম
