ইংরেজ সীমান্ত সংলগ্ন ওয়েলসের পােওয়েস এর ওয়ে নদীর তীরে অবস্থিত ছোট্ট একটি বাজার শহর যার নাম Hay-on-Wye যা বইয়ের শহর হিসাবেও বর্ণনা করা হয়ে থাকে । এখানে আছে ৪০টি বইয়ের দোকান যেখানে সিংহভাগ বই পুরাতন অর্থ্যাৎ ব্যবহূত ।
প্রতি বছর মে মাসে সারা পৃথিবী থেকে প্রায় ৮০,০০০ লেখক, প্রকাশ এবং সাহিত্য প্রেমিক এখনে জড়ো হয় Hay Literature Festival উদাযাপন করার জন্য ।
১৯৬১ সালে Richard Booth একটি পুরাতন ফায়ার ষ্টেশনে প্রথম পুরাতন বইয়ের দোকান খুলেন তারপর ১৯৭০ সালে আন্তর্জাতিকভাবে Hay-on-Wye বইয়ের শহর হিসাবে পরিচিতি পায় এবং প্রতি বছর প্রায় ৫ লক্ষ পর্যটক এখানে আসে ।
এই বইয়ের শহরের দোকানগুলো বিশেষ বৈশিষ্ট হচ্ছে পাঠক বই নির্বাচন করার পর দাম ভেদে নিজ থেকে মূল্য পরিশোধ করে থাকে ।
হে ফেস্টিভাল এ তরুণ পাঠক
নেট থেকে সংগৃহিত
(পূর্বে প্রকাশিত)
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০২৪ রাত ১০:৩৩