পশ্চিম সৌদি আরবের মক্কা প্রদেশের উপত্যকার ভিতরে অবস্থিত ছোট্ট একটি শহর মীনা যার দুরত্ব পবিত্র কাবা শরীফ থেকে পূর্বদিকে ৮ কিলোমিটার। ২০ কিলোমিটার উপত্যকার ভিতর যতটুকু সমতল ভূমি আছে এবং যেদিকেই আপনার চোখ যাবে শুধু দেখতে পাবেন সারি সারি তাবু আর তাবু ।
৩ মিলিয়ন হাজ্বীদের সাময়িক বাসস্থান প্রদানের জন্য মীনাতে আছে প্রায় ১০০,০০০ শীতাতাপ নিয়ন্ত্রিত তাবু যার দৈর্ঘ্য ৮মিটার এবং প্রস্থে ৮মিটার এবং তৈয়ারী করা হয়েছে ফাইবারগ্লাসের সাথে টেফলন কোটেড দিয়ে, যাতে সহজে আগুন ধরতে না পারে । পূর্বে হাজীগণ সবাই নিজ নিজ দ্বায়িত্বে তাবু বানিয়ে থাকতেন। হাজীদের এই কষ্ট লাঘব করার জন্য সৌদি সরকার ১৯৯০ সালের দিকে ত্রিপাল দিয়ে স্থায়ী তাবু তৈয়ার করে কিন্তু ১৯৯৭ সালের অগ্নিকান্ডে প্রায় ৩৫০ জন হাজীর মৃত্যুবরণ করার পরিপ্রেক্ষিতে এই ফায়ার প্রুফ শহর তৈয়ার করা হয়।
ছবি নেট থেকে সংগৃহিত
পূর্বে প্রকাশিত
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০২২ সকাল ১০:৩৭