আন্দ্রেজ সাগর স্তর থেকে 4,000 মিটার উপরে অবস্থিত, “ট্রেন এ লেস নিউবিস” অথবা "মেঘের ট্রেন" পৃথিবীর সর্বোচ্চ রেলওয়ে গুলির মধ্যে একটি। এটি আর্জেন্টিনার সালতা নগর থেকে যাত্রা শুরু করে 1,187 মিটার উচ্চতা দিয়ে ভ্যালি দে লার্মার মধ্য দিয়ে গিয়ে কুইবার্ড দেল টোরে প্রবেশ করে এবং অবশেষে লা পোলোরিলা ভাইডাক্ট এ (4,200 মিটার) এর যাত্রা শেষ করে। 16 ঘন্টা ভ্রমণের সময় ট্রেনটি 217 কিমি পথ ভ্রমণ করে এবং 3,000 মিটার উচ্চতায় পৌঁছে। ট্রেনটি ২9টি সেতু, 1২ ভায়াডাক্টস (ওভারপাস/ফ্লাইওভার/ক্রসিং) ২1টি টানেল, দুটি বিরাট লুপ এবং দুটি সুইচব্যাকে (1800 বাঁক বিশিষ্ট রাস্তা) অতিক্রম করে। নাম না জানা অসংখ্য মেঘ প্রায়ই মেঘের ট্রেনটির চলাচলের পথে এবং ঢালের পাশে দেখা যায়।
19২0 সালে আমেরিকার প্রকৌশলী রিচার্ড ফন্টেইন মরির অধীনে রুটটি তৈরি হয়।
(নেট থেকে সংগৃহিত)
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৩