জন্মের পর যখন বুঝতে শিখেছি তখন থেকেই শুনতাম শিবির রগ কাটে, রাজাকার। তাহলে কি শিবির রাবি সেক্রেটারী নোমানী ছাত্রলীগ এর কর্মী ছিল, তাকে কি শুট করেছে শিবির এর ছেলেরা। গতরাতে যে পুলিশ হল রেইড দিল তখন আওয়ামী সন্ত্রাসীদের এসব অস্ত্র কি খহুজে পায় নাই নাকি তারা শিবির কর্মী ধরতে গিয়েছিল।
অথচ প্রথম আলো, ডেইলী ষ্টার এর মত পত্রিকা গুলো শিবির কেই দায়ী করছে , মতিউর রহমান কি তার উক্তি ভুলে গেছেন নাকি সরকার এর কাছ থেকে হুমকি পেয়ে সুর চেন্জ করেছেন। যদি তাই করেন তাহলে পত্রিকার সম্কাদকীয় ছেরে মুদির দোকান দিতে পারেন।
আওয়ামী লীগ নিজেকে স্বাধীনতার স্বপক্ষের শক্তি বলে এবং তার প্রমান রাখছে তারা পিলখানায় আর্মী হত্যা করে, আজ রাবি সেক্রেটারী হত্যা করে। এটা যে তাদের চিরাচরিত অভ্যাষ বদলানো সম্ভব হচ্ছে না।
জাতীয় সংসদ নির্বাচনে যখন আ:লীগ জয় লাভ করে তখন আমি বলেছিলাম " এ দেশে কি আর বসবাস করা যাবে", এখন আমি বলি ভাই ঈমান আকিদা নিয়ে বাচতে চাইলে পালান । অথবা আ:লীগ কে উৎখাত করেন। কি দোষ ছিল সেই ছেলেটির নোমানীর, তার বাবা মা এর কতই না আশা ছিল ছেলেকে নিয়ে, কিভাবে লীগ কর্মীরা পারে এইভাবে কষাই এর মত মানুষ মারতে। অবশ্য তারাই পারে, অন্যরা পারে না, তারপরও তারা নির্দোষ, মিডিয়া যে তাদের নিজেদের, দেশের টাকা তারা চুরি করতে পারে, পারে দেশকে বিক্রি করে দিতে নিজেদের স্বার্থে।
বিসতারিত জানার জন্য পড়ুন...........
রাবি সেক্রেটারী শহীদ হয়েছে