এক সন্তান তার পিতাকে বৃদ্ধাশ্রমে রেখে ফিরে আসতেছে, এর মধ্যে তার স্ত্রী ফোন করে বলেন “বাবাকে সব বুঝিয়ে দিয়েছ তো ? ঈদে ছুটিতে যখন আমরা যাব শুধু তখনই বাড়ীতে নিয়ে আসবো তার আগে যেন উনি না আসে”। সেই লোকটি বলল “না এই সব তো বলা হয়নি”। তখন স্ত্রী বলল “যাও আবার গিয়ে বাবাকে বুঝিয়ে বলে আস এই কথা গুলো”।
কি আর করবে সন্তান বাধ্য হয়ে ফের বৃদ্ধশ্রমে গিয়ে হাজির, দেখতেছে বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মালিকের সাথে তার পিতার খুব হাসি খুশিতে কথা বার্তা বলে খোশ মেজাজে ভিতরে চলে গেলো, ছেলেটির মনে কৌতহল সৃষ্টি হলো, আর মনে মনে খুব খুশি হলো “যাক বাবা তার পরিচিত কোন বন্ধু পেয়ে গেলো ভালোই থাকবে এখানে” বৃদ্ধশ্রমের সেই বৃদ্ধ মালিকের কাছে গিয়ে ছেলেটি জিজ্ঞাসা করে “আচ্ছা আঙ্কেল এখন যে ভিতরে চলে গেছে আপনি কি উনাকে আগে থেকেই চিনতেন, আর উনি কি আপনার খুব ভালো বন্ধু”। বৃদ্ধশ্রমের বৃদ্ধ মালিক বললেন “না আমি উনার বন্ধু নই, উনার সাথে আমার চল্লিশ বছর পর দেখা, চল্লিশ বছর আগে উনার সাথে এক অনাথ আশ্রমের সামনে দেখা হয় এবং পরিচয়। উনার কোন ছেলে-মেয়ে ছিলো না, এক অনাথকে দত্তক নিতে আসেন সেই অনাথ আশ্রমে ...
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৩৬