নিশ্চয় আবার দেখা হবে; জানি, আমি জানি আবার দেখা হবে।
না হয়ে পারে না ? কেননা তোমার চলে যাওয়া মেনে নেইনি আমি কখনো।
আবার দেখা হবে কবিতার আড্ডায় গানের সুরে সেই মোহনায়
তুমি আসবে ফিরে, আমি জানি, বিশ্বাস করি মনে প্রাণে।
হয়তো বা কোন হেমন্তের পাতা ঝড়া দিনের শেষে
ঘরে ফেরা ক্লান্ত পাখির দলে তুমিও ফিরবে,
বৃষ্টি ভেজা সন্ধ্যায় জমিয়ে হবে আবার আড্ডা
আবার সাজবে ফুলে-ফুলে কানন, আকাশ নীল রং চটায়।
ধান ক্ষেতের আইল বেয়ে মৃদ পায়ে শিশির মাড়িয়ে আসবে হেঁটে,
শীতের ভোরে কুয়াশার সিগ্ধতায় হয় তো চৈত্রের খাঁ-খাঁ রৌদ্দের শুষ্কতায়
বা শুকিয়ে যাওয়া কোন নদীর তীরে – ধীর পায়ে এগিয়ে আসবে তুমি
আবার কথা হবে, হবে গল্প গান ….. জানি তুমি আসবেই ।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৮ দুপুর ১:৩৫