জমে উঠেছে অমর একুশে গ্রন্থ মেলা ২০১৬, এবার মেলায় আমার কোন একক গ্রন্থ নেই, তবে তিনটি যৌথ কাব্য গ্রন্থে আমার লেখা ছাপা অক্ষরে পাঠকদের হাতে পৌছে যাচ্ছে।
(এক) ফজলুল রহমান বকুল সম্পাদিত ১২৭ জন নতুন-পুরোনো কবিদের কবিতা নিয়ে কাব্য গ্রন্থ "আঁধারে আলোর রেখা"পরিবেশক:- জাতীয় গ্রন্থকেন্দ্র-স্টল নং- ২০,২১,২২
(দুই) এম ইব্রাহীম মিজি সম্পাদিত যৌথ কাব্য গ্রন্থ "অনুভূতির অনুপ্রাস"
* রাতুল গ্রন্থপ্রকাশের স্টলে, নম্বর-৫৯২, শিশু চত্বর, সৌরওয়ার্দী উদ্যানে।
* তুষারধারার স্টল নম্বর-৪, লিটলম্যাগ কর্ণার, একাডেমীর ভিতরের অংশে
* ছড়াকুর স্টলে, লিটলম্যাগ কর্ণারে উন্মুক্ত অংশে, একাডেমীর ভিতরে।
(তিন) এম ইব্রাহীম মিজি সম্পাদিত যৌথ কাব্য গ্রন্থ "ভালবাসার অণূকাব্য"
* রাতুল গ্রন্থপ্রকাশের স্টলে, নম্বর-৫৯২, শিশু চত্বর, সৌরওয়ার্দী উদ্যানে।
* তুষারধারার স্টল নম্বর-৪, লিটলম্যাগ কর্ণার, একাডেমীর ভিতরের অংশে
* ছড়াকুর স্টলে, লিটলম্যাগ কর্ণারে উন্মুক্ত অংশে, একাডেমীর ভিতরে।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৩