.
১.
সুইসাইড নোটে লেখা ছিল- কর্তৃপক্ষ দায়ী নয়।
অথচ কর্তৃপক্ষ নোটটা পড়েই দেখলো না!
.
.
.
.
.
২. রেবার একটা রঙিন সানগ্লাস আছে।
সেটা পড়লে কারো দুঃখ-কষ্ট চোখে পড়েনা।
তেমনি ওর কান্নাগুলোও সানগ্লাসটা শুষে নেয়।
কেউ কিছু দেখেনা।
.
.
.
.
.
৩. ঝুম বৃষ্টি মাথায় ছাতা নিয়ে মোড়টা পাড় হবার সময় কিশোরী মেয়েটি কাকে যেন খুঁজছে।
ক'দিন ধরেই অচেনা ছেলেটির লাজুক হাসি দেখছে না।
কিশোরটি তখন কোভিড পজিটিভ হয়ে আইসিইউতে।
ছবি: গুগলমামা।
তিনটি পরমাণু গল্প
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০২২ সকাল ১১:৪৩