তৈরী করুন কাঠের ইফেক্ট!
Rectangle Tool সিলেক্ট করুন এবং একটি চিকন Rectangle তৈরী করুন। তারপর Alt চেপে নিচে একটি কপি করুন। এরপর Ctrl+D চেপে নিচের ছবির মতো তৈরী করুন।
এবার সবগুলো রেক্টেঙ্গেল সিলেক্ট করে Object>Transform>Transform Each-এ যান।
এবার Warp Tool-এ ডবল ক্লিক করুন এবং ভ্যালু ইনপুট করুন।
এবার Twirl Tool সিলেক্ট করুন এবং ডবল ক্লিক করে সেটিং পরিবর্তন করুন। এখানে আমাদের একটি মধ্যম মানের ব্রাশের প্রয়োজন। Twirl Tool এর সাহায্যে খুবই হালকা ভাবে কোণগুলোতে ক্লিক করুন; অবশ্যই ক্লিক করে খুব বেশিক্ষণ চেপে রাখবেন না।
একইভাবে Pucker Tool টি ব্যবহার করুন।
এবার Transform Tool এর সাহায্যে stripe গুলোকে চিকন বানান নিচের চিত্রের মতো।
এবার stripeগুলোকে সিলেক্ট করে বাদামী রং দিন এবং stripeগুলোর পিছনে একটি চৌকোণা হালকা বাদামী রং এর রেক্টেঙ্গেল তৈরি করুন। এবার রেক্টেঙ্গেলটি কপি করুন এবং Ctrl+F চেপে পেস্ট করুন এবং Select all করে মাউসের ডান বাটন চেপে Make Clipping Path সিলেক্ট করুন।
এবং পেয়ে যাবেন কাঠের ইফেক্ট!
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১২ সকাল ১০:৩৬