বিষয়বস্তু
আজকাল ফ্রি জিনিষের কদর বেশ বাড়ছে। আর সেক্ষেত্রে ফ্রি তে সিনেমা দেখতে পেলে তো কথাই নেই। আজকার ডাউনলোডও করতে মন চায় না। দেশে ইন্টারনেট এখন হালকা-পাতলা ফাস্ট হয়েছে। তো অনলাইনে সিনেমা দেখাটা খুব একটা কষ্ট সাধ্য হবে না। তবে তার জন্য অন্তত নুন্যতম ৫১২ কেপিবিএস এর লাইন থাকা আবশ্যক আর সেই সাথে আনলিমিটেড ডাটা তা না হলে মুভি দেখার পর ইন্টারনেটের ডাটা শেষ হয়ে যাবার কারনে দেয়ালে মাথা ঠুকতে হতে পারে।
যাই হোক, কথা হচ্ছিল ফ্রি তে মুভি দেখা – অনলাইনে তাও আবার ভাল কোয়ালিটি এবং অবশ্যই লিগ্যাল। এ ধরনের সাইট খুজে পাওয়া মুশকিল। টরেন্ট দিয়ে মুভি ডাউনলোড করতে গিয়ে আবার অনেকেই চাইনিজ ধরা খান ভাইরাস ডাউনলোড করে। আর বেশীরভাগ টরেন্ট সাইটগুলো আজকার বন্ধ হয়ে যাচ্ছে । কারন একটাই – এটি বেআইনী। তবে আইনের মধ্যে থেকে, অন্তত নিজে নিরাপদ থেকে অনলাইনে ফ্রি তে সিনেমা দেখার বেশ কিছু প্লাটফমর্ আছে। তার মধ্যে দুটো নিয়ে কথা বলব এবং আমার বিশ্বাস এই দুটো সাইটের বিশাল বড় ফ্যান হয়ে যাবেন আপনারা।
১। Viki
বিদেশী ড্রামা-সিরিয়াল আর নানা ভাষার সিনেমা বিশেষ করে কোরিয়ান এবং চাইনিজ ফিল্ম এবং কোরিয়ান ড্রামা সিরিয়ালগুলোর জন্য এই সাইটটি একটি চরম জায়গা। এখানে HD কোয়ালটি যেমন পাবেন আবার পাবেন সাবটাইটেল। আপনারা অনেকেই হয়তো জানেন, কোরিয়ান টিভি ড্রামা কিন্তু বিশ্বে বেশ নামকরা তাদের সৃজনশীলতার কারনে আর বেশ পয়সা খরচ করেই তারা এগুলো বানায়। এবং এসব ড্রামার কনসেপ্ট এবং মেকিং দেখার মত। এগুলো ছাড়াও আছে হলিউড এবং বলিউডের সিনেমাও। এবং ১০০% আইনী পদ্ধতিতে। বিভিন্ন ভাষার সিনেমাগুলোর জন্য এই ভিকি.কম বেশ মজার। সাইটটি পুরো ঠিকানা হলো http://www.viki.com
২। Watch32
তবে সব ধরনের, বিশেষ করে হলিউডের সিনেমা দেখার জন্য এই সাইটটি সবার সেরা। নাই এমন কোন কিছু নেই এই সাইটে। সব ধরনের সিনেমা, ড্রামা এমনকি বলিউডের সিনেমাও আছে এই সাইটে। এই সাইটের আছে কয়েক মিলিয়ন সাব্সক্রাইবার আর সাইটটি বেশ ফাস্ট। তবে মাঝে মধ্যে দুয়েকটা পপ-আপ বিজ্ঞাপন খুব পীড়া দেয় তবে সেটি তেমন কোন ব্যাপার না। এই সাইটের ভিডিও সার্ভার খুবই ফাস্ট আর প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড হয়। অনলাইনে সিনেমার এক বিশাল সম্ভার এই সাইট। মোটামুটি একটু ভাল ব্রডব্যান্ড থাকলে অনায়াসেই এই সাইটে সিনেমা দেখতে পারবেন। বেশীরভাগ সিনেমাই HD প্রিন্টের। তবে আপনার কানেকশনের স্পিডের উপরে নির্ভর করবে ফাইনাল প্রিন্ট। ইংরেজী সিনেমা ছাড়াও অন্যান্য দেশের সিনেমা এবং নানা রকমের প্রামান্যচিত্রে ঠাসা এই সাইট। দেরী না করে ঘুরে আসতে পারেন আর দেখে ফেলতে পারেন ভাল কোন সিনেমা! সাইটটির ঠিকানা http://www.watch32.com .
বাংলাদেশীজম প্রজেক্ট থেকেও কিছুদিন আগে চালু করা হয়েছিল এধরনেরই একটি এন্টারটেইনমেন্ট সাইট। তবে সেখানে বিশেষ ধরনের ভিডিও প্রোডাকশন সম্প্রচার করা হয়। সাইটটির ঠিকানা tv.bangladeshism.com। এখানে আপনি পাবেন দেশী প্রযুক্তিতে তৈরী বেশ আধুনিক কিছু ভিডীও প্রোডাকশন এমনকি অনলাইন সিনেমাও যা শুধু অনলাইন প্লাটফর্মের জন্যই বানানো আর বানানো হয়েছে দেশেই। সাইটটির তত্তাবধানে আছে আন্তর্জাতিক চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান NahidRains Pictures। মুলত তাদের নানা ধরনের প্রোডাকশন নিয়ে এই সাইটে গড়ে উঠেছে একটি বিশাল ভিডিও লাইব্রেরী যার বেশীরভাগই NahidRains Pictures এর তৈরী করা। কখনও সময় পেলে অবশ্যই ঘুরে আসবেন
please click