রাজনকে নির্যাতন করে হত্যার দৃশ্য দেখতে পারিনি। আসলেই দেখার চেষ্টা করিনি। হত্যার বর্ণনা শুনে ও ছবি দেখেই চোখে জল চলে আসে।হত্যা ভিডিও দেখার মত শক্ত হৃদয় নেই আমার।
দোয়া করি আল্লাহতায়ালা যেন তাকে জান্নাতবাসী করেন। নিশ্চই আল্লাহতায়ালা তাকে এতক্ষণে শাহাদাতের মর্যাদা দান করেছেন।
রাজনের মত নিষ্পাপ শিশুকে সমাজ রাষ্ট্র রক্ষা করতে পারছেনা। এটা অবশ্যই রাষ্ট্র ও সমাজের ব্যর্থতা। যে নরপশুগুলো বর্বর হাসি দিয়ে পিটিয়ে মেরে ফেলল রাজনকে, দায় শুধু তাদের একার নয়। এটার দায় সমাজ ও রাষ্ট্রকেো নিতে হবে। এই নরপশু গুলো কি হঠাত করেই সৃষ্টি হয়েছে? এদের পূর্বেও কি এই দেশে নরপশু ছিল না? নাকি এরাই শেষ নরপশু?
দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতিই এইরকম দানবদের তৈরী করেছে ও করতেছে।
বস্থুত রাষ্ট্র-সরকার-সমাজের মানুষের নৈতিক অবক্ষয়ই এইসব দানবদের তৈরি করছে।
বাংলাদেশ এমন এক দেশ যেখানে
১/ টাকা দিয়ে রায় কিনা যায়।
২/ একাধিক হত্যা করেও জামিন পাওয়া যায়
৩/ জনগনের নিরাপত্তার জন্য তৈরী র্যাব-পুলিশ ক্রসফায়ার করে, গুম করে।।আবার অবলীলায় হাস্যকর মিথ্যাও বলে, এবং সবাই জানে তারা মিথ্যা বলতেছে, তারপরও তাদের কিছু হয়না।
৪/র্যাব পুলিশের সামনে একপক্ষ প্রতিপক্ষের উপর বৈধ-অবৈধ অস্ত্র নিয়ে ঝাপিয়ে পরে, তাদের গ্রেফতার তো দূরের কথা র্যাব পুলিশ তাদের সহযোগি হয়।
৫/ এক পক্ষ শাসন করে আর সবাই শোষিত হয়।
মোদ্দাকথা এমন বিচারহীনতা-ন্যায়হীনতার সংস্কৃতিই মানুষকে অন্যায় কাজে প্ররোচিত করে। সবলের সাথে না পেরে দূর্বলের উপরই সেই ক্রোধ মিটায়। মানুষ যখন জানে একজন ডাকাত গ্রেফতার হলেই এক সপ্তাহের মধ্যে জামিন হয়ে যাবে, তখন তাকে পিটিয়ে মেরে ফেলে। আবার সেই হত্যার যখন বিচার হয়না, তখন এইরকম অন্যায় কাজে অন্যরাও উতসাহিত হয়।
এত এত ডাকাতকে পিটিয়ে মারা হল, একজনকেও কি ধরা হয়েছে? ডাকাতকে মেরে ফেলাই কি জনতার কাজ? তাইলে আইন আদালতের দরকার কি? এইটা নিয়ে কি আমাদের সুশীলরা স্বোচ্ছার হয়েছিল? মিডীয়া কি এইসবের বিরুদ্ধে লিখেছিল? রাষ্ট্র কি ব্যবস্থা নিয়েছিল?
তখন মিডিয়া-সমাজ-রাষ্ট্র স্বোচ্চার হয়নি বলেই আজ রাজনদের জীবন দিতে হচ্ছে। তাই এই হত্যার জন্য কি তাদেরকেও আমরা দায়ী করতে পারিনা?
ভাল কথা, গতকয়েক বছরে আমাদের পুলিশ র্যাব প্রকাশ্যে অনেক শিশুকে পিটিয়েছে, বুট দিয়ে গলা চেপে ধরেছে। তাদের কোন বিচার হয়েছে? হয়নি। এখন যদি কেউ বলে ঐ নরপশুরা র্যাব-পুলিশের হায়েনাদের দেখেই উতসাহিত হয়েছে তাকে কি বলবেন?
ক্রস্ফায়ার যখন বিএনপি শুরু করেছিল, এই সুশীল মিডিয়ারাই সাধুবাদ জানিয়েছিল! অথচ কি ভয়ঙ্কর বাংলাদেশ হতে যাচ্ছে ভেবে তখনকার তরুন মন শঙ্কিত হয়েছিল।
আজ যখন র্যাব-গোয়েন্দা-পুলিশ নামক দানবরা যাকে ইচ্ছে তাকে গুম করতেছে, ক্রসফায়ার করতেছে তার কি বিচার হবে? হবেনা।
মূলত সমাজের শীর্ষ পর্যায়ের মানুষগুলোর নৈতিকতাহীন আচরন ও বিচারহীনতার সংস্কৃতিই আমাদের গোটা সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার মানবিকতা ন্যায়পরানতাকে গ্রাস করে ফেলেছে। রাজনরা একেকটি উদাহরন মাত্র। অন্য হত্যার মত এটাও দীর্ঘসুত্রতায় হারিয়ে যাবে।। অপেক্ষা কেবল সময়ের। এটাই এই সমাজের বাস্থবতা।
#ফাহিম #Fahim