অরিন্দম
চালু হতে চলেছে অরিন্দম ডট কম । অরিন্দম ডট কম শুধূ তথ্য ও প্রযুক্তিরই পাঠশালা না , অরিন্দম হল সবার জন্য অনুসন্ধান ও সাহায্য কেন্দ্র । যেখানে আশা করি বিভিন্ন সমস্যার সমাধান পাবেন ।শুধু সমস্যা কেন অরিন্দম এর আরেকটি অপশন হল বিনোদন । যেখানে আপনারা আপনাদের সুখ-দু:খের কাহিণী উল্লেখ করতে পারবেন । অরিন্দম এর মাধ্যমে আপনারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারবেন।
অরিন্দম এর বিনোদন বিভাগে আপনি লিখতে পারেন আপনার নিজের গল্প , নিজের ছোটবেলা , আপনার পছন্দের গান বা আপনার তৈরী গান ইত্যাদি ।
অরিন্দম ডট কম শুধু ডেস্কটপ থেকেই নয় ব্রাউস করা যাবে মোবাইল থেকেও । শুধু http://www.arindom.com টা থেকে www কেটে দিয়ে m.arindom.com বসালেই হবে ।
অরিন্দম ডট কম থেকে ঘুরে আসুন । আশা করি ভাল লাগবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




