Knocking on Heaven's Door- Bob Dylan
।
ওমা, মুক্ত করো আমার নিশানের এই বাঁধন;
অপারগ এই আমি - আর পারিনা।
আঁধার ঘনিয়ে আসে- নিকশ কালো;
অনুভবে শুধূ কড়া নেড়ে যাই বারে বার- স্বর্গের দ্বারে।
স্বর্গের দ্বারে কড়া নেরে যাই- বারে বার;
বারে বার;
স্বর্গের দ্বারে কড়া নেড়ে যাই- বারে বার;
বারে বার;
স্বর্গের দ্বারে কড়া নেড়ে যাই- বারে বার;
বারে বার;
স্বর্গের দ্বারে কড়া নেড়ে যাই- বারে বার;
বারে বার।
ওমা, ফিরিয়ে দেই এবার -এই হাতিয়ার;
পারিনা চালাতে গুলি আর -ওদের উপর।
আধাঁর এক মেঘ নেমে আসছে খুব কাছাকাছি;
অনুভবে শুধূ কড়া নেড়ে যাই বারে বার- স্বর্গের দ্বারে।
স্বর্গের দ্বারে কড়া নেরে যাই- বারে বার;
বারে বার;
স্বর্গের দ্বারে কড়া নেড়ে যাই- বারে বার;
বারে বার;
স্বর্গের দ্বারে কড়া নেড়ে যাই- বারে বার;
বারে বার;
স্বর্গের দ্বারে কড়া নেড়ে যাই- বারে বার;
বারে বার।