বোম্বেতে এক বেলার জন্য একটা গাড়ি ঠিক করে ফেললাম। রোববার বলে রাস্তা ঘাটে ভিড় নেই মোটেও। হাতে সময় ছিল সকাল ১০ টা থেকে রাত পর্যন্ত, ভাবলাম এক দৌড়ের উপর যতটুকু দেখা যায়, বার বার টেক্সি খোঁজার ঝামেলা নেই।
এই ঘোরাঘুরির ভেতরেই হঠাৎই চোখে পড়লো বরযাত্রির এই ছোট দলটিকে। ড্রাইভার সাহেব জানালেন, এরা গুজরাতি। খেয়াল করে দেকখলাম রাস্তার উপরেই কাছাকাছি দুটি বাড়ি বেশ সাজানো। পায়ে হেটেই চলছিল সবাই। বরের জন্য স্পেশাল ঘোড়ার গাড়ি।
নীচের ছবিতে ঘাড়ের উপর কলসি নিয়ে যে লোকটি দাড়িয়ে, সে একটু পর পর ঘড়া থেকে পানি জাতীয় তরল ঘোড়ার চলার পথের উপর ঢালছিল,
পাশ ফিরে তাকিয়ে থাকা যুবকটি ই মনে হলো পাত্রমশায়!
এগিয়ে চলছে বরযাত্রী, গন্তব্য অল্প সামনেই
হাজী আলির মাজার
দুপুরের দিকে দেখতে গেলাম হাজী আলির মাজার। অনেক জনপ্রিয় হিন্দি গানে এই মাজারটির উল্লেখ আছে। প্রচুর ভীড়। সব ধর্মের লোকই আছে, তবে মুসলিমদের সংখ্যাই বেশী। মাজারটি তীর থেকে সাগরের একটু ভেতরে। মনে হলো মাজার টা করার জন্যই পাথড় ফেলে এমনটা করা হয়েছে। সবাই পথের দুপাশের দোকান থেকে ফুলের মালা কিনে নিয়ে যাচ্ছে, আর সেটাই কবরের পাশে সাজিয়ে রাখছে। প্রচুর ভিড়ের কারণে আর জুতা খুলতে হবে বলে মূল কক্ষের ভেতরে যাওয়া হয়নি।
গেটের কাছে কাবাবের দোকানেও বেশ ভিড় ছিল!

একেবারে মূল গেটের কাছে একটা juice corner ছিল। সেখানে ফ্রুট কাস্টার্ডও ছিল; চেখে দেখার লোভ সামলানো গেলো না

স্বাদ মন্দ নয়।
তারকাদের ঘরবাড়ি
বোম্বে শহরের দর্শনীয় স্থানের ভেতর এটাও নাকি একটা।
শাহরুখ খানের বাংলো। সামনে দোতলা , পেছনে চার বা পাঁচ তলা বাড়ি।
প্রচুর গাছ গাছালি ঘেরা। স্থাপত্যের দিক থেকে তেমন আকর্ষনীয় কিছু নয়।

সালমান খানের বাসা এই বিল্ডিং এর দোতলায়; একেবারেই সাদামাটা।

অমিতাভের বাড়ি বাইরে থেকে তেমন একটা কিছু দেখার নেই। তবে দাড়োয়ান ব্যাটার হাবেভাবে মনে হচ্ছিল সে ই বিরাট সেলিব্রেটি!


(চলবে)
ছবি বড় করে দেখতে চাইলে নীচের প্রিভিউগুলিতে ক্লিক করুন।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১০ সকাল ৯:৩১