আসসালামুয়ালাইকুম। আপনারা সবাই ব্লগার নতুন নকিবকে চেনেন। তাকে আমার খুব পছন্দ ছিলো। কারণ সে ইসলামী ভালো ভালো পোস্ট দেয়। কিন্তু হঠাৎ করে এক পোস্টে তার মুখোশ খুলে গেছে। দেখে আমি অত্যন্ত ব্যথিত হয়েছি।
সম্প্রতি সে একটি পোস্ট দেয়। শিরোনাম ছিলো- কয়েকটি কঠিন ইংরেজি শব্দের বানান মনে রাখার কৌশল ও বহুল ব্যবহৃত কিছু শব্দের সঠিক উচ্চারণ এটা দেখেই আমার সন্দেহ হয়। একজন ইসলামী ব্লগার কেন হঠাৎ করে ইংরেজি ভাষার শব্দ নিয়ে পড়বেন? হুট করে ইহুদি-নাসারাদের ভাষা নিয়ে আগ্রহের কারণ কী?
পুরো পোস্ট পড়ে শিউরে উঠলাম। সে কিছু কঠিন ইংরেজি শব্দের বানান মনে রাখার জন্যে ভেঙে ভেঙে বাংলায় শব্দ গঠন করার উপায় বলে দিচ্ছিলো। তার মধ্যে কিছু উদাহরণ ঈমাণ-আকিদার জন্যে হুমকিস্বরূপ।
যেমন-
লেফটেনেন্ট বানান মনে রাখার জন্যে Lie বা মিথ্যার আশ্রয় নিতে বলেছেন তিনি। অথচ মিথ্যা বলা হারাম। এভাবে তিনি খেলাচ্ছলে মিথ্যা বলতে উৎসাহিত করলেন। তাই নয় কী?
তেমনইভাবে সাইকোলজিক্যাল শব্দটি মনে রাখতে তিনি বলেছেন পিসি চলো যাই কাল। হিন্দুরা ফুপুকে বলে পিসি। পিসিকে উদাহরণ হিসেবে দেয়া তাই অনৈসলামিক।
এখানে তিনি দুইবার Ass Ass উচ্চারণ করেছেন। মানে Ass to Ass যা বিকৃত পর্ন বুঝায় (নাউজুবিল্লাহ)
এভাবে তিনি সূক্ষ্ণভাবে হিন্দুয়ানী কালচার, পর্ন এবং মিথ্যা দিয়ে আদতে ইলুমিনাতি এজেন্ডাই বাস্তবায়ন করতে নেমেছেন। আর ঢাল হিসেবে ইসলামি পোস্ট ইউজ করছেন। তাই তার থেকে সবাই সাবধান থাকবেন।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৮