এক সময় সামু নিয়েই পড়ে থাকতাম। বিভিন্ন কারণে সামুতে তেমন আসা হয় না লেখাও হয় না। কোন উত্তরের সন্ধানে লিখলেও তা কোথায় যেন হারিয়ে যায়। সামু’তে জ্ঞানী থেকে শুরু করে আমার মত ছোটখাট অনেক ব্লগার আছে এবং আমি মনেকরি প্রায় সবাই সচেতন নাগরিকদের একাংশ। মূলকথায় আসি........,
সাগর-রুনি হত্যার আজ ২য় শোক দিবস (যদিও জাতীয়ভাবে তা এখনো হয়’নি)।
এই যে আমরা সামুর মূল পাতায় সাগর-রুনি হত্যার দিন গণণার যে ব্যানার দিয়ে রেখেছি তাতে কী সাগর-রুনি হত্যার বিচার কে একটুও তরাণ্বিত করতে পেরেছি......? সামু কি পারে না ...? ব্লগার রা কি পারবে না? সাগর সাখাওয়াত ও ছিলেন ধরতে গেলে সামুর একজন সিনিয়র ব্লগার।
নাকি দ্বায়িত্ববোধ বলে একটা কথা থেকে যায় তাই শুধু ব্যানারটা দিয়ে রাখা? আমরা সত্যিই কিছু একটা করতে চাই। সাগর রুনির জন্য করতে চাই, মেঘের জন্য করতে চাই।
মন্তব্যে দয়া করে কেউ রাজনৈতিক কোন ইস্যু আনবেন না। আমি খালেদা, হসিনা বা জামাত কারো নাম করার বা দোষ ধরার জন্য লিখিনি।