নতুন একটা লীগ.... নাম তার ”রানা” ঘাতক, খুনী.... তোরা মানুষ তো দুরের কথা তোরা পশুও না, জানায়োরও না তোরা আওয়ামী লীগ, তোরা যুবলীগ। তোরাই পারিস বেতন না দেওয়ার ভয় দেখিয়ে দেশের ভাগ্য দেবীদের খুন করতে। পারবিই তো.... কারণ ১০০ জন নিহত হওয়ার পরেও তোদের মা বলে সবাইকে সেখান থেকে আগেই সরিয়ে ফেলা হয়েছিল। ভাই... কার বিল্ডিং, কার কোম্পানী, যারা মারা গেছে তাদের কে কোন দলের সাপোর্টার তা আমার দরকারের পর্যায়ে পড়ে না। কারন লাশ নিয়ে রাজনীতি করিনা.., পুকুর ভরাট করে বিল্ডিং দিসো ভাল কথা.., কোন আপত্তি নাই। কাল ফাটল ধরার পরেও কেন তুমি বেতনের ভয় দেখিয়ে শ্রমিক গুলোকে কাজ করাতে বাধ্য করলা ?????????????????? সে জায়গায় তুমি বা আমি যেই থাকুক না কেন তার জবাব দিহিটা আগেই। কারণ সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিলে এত্ত বড় দূঘর্টনা হতো না।মিডিয়াতে আমরা লাশের সংখ্যা কত শুনবো? বেশি হলে ১৫০ জন। কারণ ঘটনা থেকে মানুষকে মিডিয়া কত্ত দূরে রাখে তা নিজ চোখে দেখেছি আমার বাসার সামনেই বহদ্দারহাট গ্রাডার ধসের সময়।
”ছেড়া জুতার সম্মানের কথা চিন্তা করে তোদের তাও মারতে পারি না” কারণ তোরা নিকৃষ্টতম প্রাণী, যার নাম “লীগ”।
কাল ফাটল ধরার পরেও বেতনের ভয় দেখিয়ে কে শ্রমিক গুলোকে কাজ করাতে বাধ্য করলো ???? এর উত্তরে রানার নাম আসার পর গণতন্ত্রের মানস কন্যা মিডিয়াতে সর্বনিম্ন এত্তো লাশ দেখার পর কোন বিবেক নিয়ে এই ধরণের মন্তব্য করে?? এ কোন দেশে আছি?? ১০ বছর হয়ত এই ঘটনা টা আজ বিরোধীদলের হরতালের নাশকতাও বলে চালিয়ে দিতে পারে। অস্বাভাবিক কিছুই নয়। কারণ অলরেডি বলেই ফেলসে :-
কিছু হরতাল সমর্থক ভবনটির ফাটল ধরা দেয়ালের বিভিন্ন স্তম্ভ এবং গেট ধরে নাড়াচাড়া করেছে ।ভবনটি ধসে পড়ার পেছনে সেটাও একটি সাম্ভাব্য কারণ হতে পারে।
..........................................................................
এইটা কোন কথা..? শালা মখা...., সম্ভবত গত রাত্রে টানসে এখনো সুস্থ হবার পারে নাই। মাথা চক্কর দেয় আর মিডিয়ার স্পিকার দেখলে আবোল তাবোল কথা বলে।
..........................................................................
ভাই কোন পরিস্থিতিতে কি কথা বলতে হয় তা না জানলে চুপ থাক।