সাতকানিয়ায় সন্ত্রাসীদের গুলিতে ইউপি চেয়ারম্যান নিহত
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আবছার (৪০) সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।
অধ্যাপক নুরুল আবছার নলুয়া ইউনিয়নের যুবলীগের সভাপতি ছিলেন। তিনি জাফর আহমদ চৌধুরী কলেজের অধ্যাপনা করতেন। তার পিতা পূর্ব নলুয়া গ্রামের আহমেদ হোসেন।
পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে পূর্ব নলুয়া গ্রামে নিজ বাড়ির ব্যালকনিতে পাঁয়চারি করার সময় অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা তাকে গুলি করলে তিনি গুরতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় সোমবার ভোরেই তাকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ হোসেন জানান, ঢেমশা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব শেষে রাত একটার দিকে ইউপি চেয়ারম্যান বাসায় ফেরেন। এসময় দোতলা বাড়ির ব্যালকনিতে হাঁটার সময় কে বা কারা তাকে গুলি করে। এতে তার গলায় গুলি লাগে। পরে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
অন্যদিকে জানাযায় অংশ নিতে গিয়ে পিটুনিতে উপজেলা চেয়ারম্যান গুরুতর আহত:
সন্ত্রাসীদের গুলিতে নিহত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আবছারের (৪০) জানাযায় তার কর্মী-সমর্থকদের পিটুনিতে গুরুতর আহত হয়েছেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মোনাফ (৬০)। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার বিকেল চারটায় বাদ আছর সাতকানিয়ার পূর্ব নলুয়ায় নিহত ইউপি চেয়ারম্যানের বাড়ির পাশে তার জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় অংশ নিয়ে উপজেলা চেয়ারম্যান আব্দুল মোনাফ নুরুল আবছারের কফিনে ফুল দিতে গেলে এ পিটুনির শিকার হন।
উল্লেখ্য, নিহত ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইউনিয়ন যুবলীগের সভাপতি, আর উপজেলা চেয়ারম্যান মোনাফও আওয়ামী লীগের রাজনীতি করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালেদ হোসেন জানান, ইউপি চেয়ারম্যান প্রফেসর নুরুল আবছারকে গুলি করে হত্যার ঘটনায় উপজেলা চেয়ারম্যান জড়িত আছেন বলে ধারণা তার কর্মী ও সমর্থকদের। তাই নুরুল আবছারের জানাযায় উপস্থিত হলে লোকজন ক্ষুব্ধ হয়ে উপজেলা চেয়ারম্যানকে পিটুনি দেয়। তবে পুলিশ উপজেলা চেয়ারম্যানের উপস্থিতির বিষয়টি জানতেন না বলে জানান। বর্তমানে সেখানে উত্তেজনা বিরাজ করছে। ইউপি চেয়ারম্যান হত্যার এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
দিকে পিটুনিতে উপজেলা চেয়ারম্যান আহত হওয়ার পর তাকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তার অবস্থা কেমন এবং তাকে কোথায় ভর্তি করা হয়েছে এ ব্যাপারে ওসি কিছুই জানেন না বলে জানিয়েছেন।
সূত্র - ১:
সূত্র - ২: