
আমি অনেককে দিই জলাঞ্জলি
অনেক কিছুই ধরি।
সবাই বলে অকাজ, আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।
ও, আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।
আমি সুস্থ্ শরীর ব্যস্ত করি শাসকের অলসতায়
আমি বৃষ্টির মত ঝরে ঝরে পড়ি মানুষের ব্যর্থতায়
সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি
তোমরাই বল অকাজ, আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।
তোমরা জানতে চাইবে এতে আমার কিসে লাভ
হয়তো আমি বলব এটা আমার স্বভাব
আমি উজান স্রোতে কাটব সাঁতার, ছেড়ে সোনার তরী
তোমরাই বল অকাজ, আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।
এলবামঃ হাওয়া বদল।
রিলিজঃ ২০১০ খ্রিষ্টাব্দ।
গানটি শুনতে চাইলে খোঁচা মেরে ডাউনলোড করুন।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১০ রাত ১২:৪৩