আমি একটি বিদেশী আইটি কোম্পানীতে সিনিয়র ওয়েব ডেভেলপার হিসাবে কর্মরত। আমি অত্যন্ত দু:খের সাথে জানাতে বাধ্য হচ্ছি যে, আমার মামা শ্বশুরের মেয়ে গত ১২ই সেপ্টেম্বর অপহৃত হয়েছে। মেয়ের নাম শাহিনুর আক্তার শম্পা, পিতার নাম সিরাজুল ইসলাম। সে সাইথ-ইস্ট ইউনিভার্সিটিতে এল.এল.বি –এর শেষ সেমিস্টারের ছাত্রী ।
নারায়ণগঞ্জ ফতুল্লা থানার পশ্চিম মাসদাইর থেকে ইউনিভার্সিটিতে যাতায়াত করতো। এলাকার বখাটে যুবক কাওছার, ঝুট ও মাদক ব্যবসায়ী, অনেক দিন ধরে শম্পাকে ডিসটার্ব করছিল। ঘটনার দিন শম্পা ইউনিভার্সিটি থেকে ফেরার পথে কাওছার ও তার দল কর্তৃক অপহৃত হয়। রাত সাড়ে আটটায় শম্পার মোবাইল থেকে অজ্ঞাত কেউ শম্পার আম্মাকে ফোন করে জানায় যে, শম্পা কাওছারকে বিবাহ করেছে। অথচ রাত সাতটায় বা সাড়ে সাতটায় শম্পা তার আম্মাকে জানিয়েছিল যে, সে বাসায় ফিরছে এবং যাত্রাবাড়ি জ্যামে আটকা পড়েছে। শম্পার আম্মার বুঝতে দেরী হয়নি যে, তার মেয়েকে অপহরণ করা হয়েছে। শুরু হয়ে যায় খোজাখুজি… পরেরদিন ফতুল্লা মডেল থানায় জিডি ও মামলা করতে গেলে পুলিশ বিভিন্ন কারণ দেখিয়ে অহেতুক সময় নষ্ট করে বিকাল পাঁচটায় মামলা গ্রহণ করে।
মামলা নং ৩৪ তারিখ: ১৩/০৯/২০১১
মামলার বাদী: রোখসানা বেগম (শম্পার আম্মা)
পরেরদিন পুলিশ আসামীদের একজন পেয়েও না ধরে ছেড়ে দেয় এবং পুলিশ দাবী করে যে, মেয়ে তাদেরকে ফোন করে বলেছে যে, সে নিজ ইচ্ছায় গিয়েছে। আমরা দাবী করি যে, মেয়েকে কি আপনারা চিনতেন? মেয়ের কন্ঠস্বর কিভাবে চিনলেন? ঠিক আছে, মেয়েকে আমাদের সাথে কথা বলতে দিন। মেয়ে যদি নিজ ইচ্ছায় গিয়ে থাকে, নো প্রোবলেম। আমরা মেনে নিলাম। আমাদের মেয়ে ও জামাইকে আপনারা হাজির করেন। কিন্তু উক্ত থানার ওসি আব্দুল মতিন রহস্যময় কারণে নির্লিপ্ত রয়েছেন! তিনি প্রতিদিনই বলছেন, কালকেই তাদেরকে হাজির করছি। এভাবে সাতটি দিন চলে গেল, শম্পাকে এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ !!! শম্পা মা-বাবার একমাত্র সন্তান। তার বাবা সিরাজূল ইসলাম সিঙ্গাপুর নিবাসী। তিনি খবর শুনে অসুস্থ হয়ে পড়েন এবং দেশে ফিরে আসেন। স্হানীয় কয়েকটি পত্রিকায় খবর প্রকাশিত হয়। কিন্তু প্রশাসন তাদের অবহেলা অব্যহত রেখেছে।
সর্বশেষ খবর হচ্ছে যে, শম্পার পবিবারের সবাই (২০-৩০ জন, নারী ও পুরুষ) এখন থানায় অবস্থান করছেন। তারা মেয়েকে না নিয়ে ঘরে ফিরবে না। আমি হাইকোর্ট এর সিনিয়র আইনজীবি দিয়ে মামলাটি দেখাশুনা করছি।
আমি সকলকে এবং বিশেষভাবে সাউথ ইস্ট ইউনিভার্সিটির সংশ্লিষ্ট সকলকে আকুল অনুরোধ জানাচ্ছি যে, আপনারা আপনাদের বন্ধু/সহপাঠীকে উদ্ধার ও অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিভাগীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে মানব-বন্ধন ও সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করতে এগিয়ে আসুন।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ৭:৪৩